১১০০ কোটি টাকার কেলেঙ্কারি! ডিনো মোরিয়ার বাড়িতে কেন হানা দিল ইডি?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সদ্যই ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পেয়েছে বহু চর্চিত সিরিজ ‘রয়্যালস’। বেশ চর্চাতেও রয়েছেন অভিনেতা তথা মডেল ডিনো মোরিয়া। তবে বিতর্কও কিন্তু পিছু ছাড়েনি। ৬৫ কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাঁর। মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় তাঁকে তলব করেছে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। সম্প্রতি মুম্বই এবং কেরলের ১৫টি জায়গায় তল্লাসি চালায় ইডি। সেই তালিকাতেই রয়েছে ডিনো মোরিয়ার বাড়িও।
বিষয়টা খোলসা করেই বলা যাক। মুম্বইয়ের মিঠি নদীর কথা তো সকলেরই জানা। বন্যা প্রতিরোধের জন্য সেই নদী থেকে পলি সরিয়ে নদীখাত পরিষ্কারের জন্য একটি অর্থ বরাদ্দ করেছিল প্রশাসন। আর তাতেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। জানা যায়, বরাদ্দ হওয়া এই অর্থ সঠিক খাতে খরচ করা হয়নি। প্রয়োজনে পেশ করা হয়েছে জাল নথি। এই ঘটনার সঙ্গেই যুক্ত থাকা কিছু সন্দেহজনকের সঙ্গে যোগসূত্র মিলেছে অভিনেতার। সেই কারণেই এই জিজ্ঞাসাবাদ। প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে তদন্তকারী সংস্থা। যদিও এই দুর্নীতির সঙ্গে কী ভাবে অভিনেতা যুক্ত ছিলেন তা এখনও প্রকাশ্যে আসেনি।