ওভাল টেস্টে বড় ধাক্কা ইংল্যান্ডের, নেই অধিনায়ক স্টোকস, নেই আর্চার সহ আরও ২

ওভাল কার্যত ফাইনাল। ইংল্যান্ড জিতলে সিরিজ জিতবে। ভারত জিতলে ড্র হবে। এই টেস্ট ঘিরে হাওয়া গরম। এর মধ্যেই একের পর এক দুঃসংবাদ ইংরেজদের শিবিরে, যা স্বস্তি এনে দেবে ভারতীয় শিবিরে। এই টেস্টে ইংল্যান্ড পাচ্ছে না দলের অধিনায়ককেই। চোটের কারণেই শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বেন স্টোকস। তালিকায় শুধু স্টোকসই নয়, জোফ্রা আর্চারকেও পাবে না ইংল্যান্ড। এছাড়াও লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স খেলতে পারবেন না ওভাল টেস্টে। ফলে, সিরিজ জিততে মহা চাপেই ইংল্যান্ড।
ম্যাঞ্চেস্টারে টেস্টের সময়ই ফিল্ডিং করতে গিয়ে একাধিকবার অস্বস্তিতে পড়েন স্টোকস। ম্যাচ শেষেও ইঙ্গিত দিয়েছিলেন, ওভালে পরিবর্তন হতে পারে বড়সড়। ঠিক তাই হল। স্বয়ং অধিনায়কই ছিটকে গেলেন।চার ম্যাচে তিনি করেছেন ৩০৪ রান। শেষ টেস্টে ম্যাঞ্চেস্টারে করেছিলেন অনবদ্য শতরানও (১৪১)। ম্যাচের সেরাও হয়েছিলেন স্টোকস। শুধু ব্যাট নয়, বল হাতেও তিনি ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী (১৭ উইকেট)। স্টোকস খেলতে পারবেন না ধরে নিয়ে দুই দিন আগেই ইংল্যান্ড স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল জেমি ওভারটনকে। চোটে ছিটকে যাওয়ার পরে স্টোকস বলেছেন, ‘আমি হতাশ। ডান কাঁধের পেশি ছিঁড়ে যাওয়ায় পঞ্চম টেস্টে খেলতে পারব না। কয়েক দিন পর থেকে রিহ্যাব শুরু করব। আগামী সিরিজ়ের দিকে এখন আমার লক্ষ্য’। স্টোকস খেলতে পারবেন না ধরে নিয়ে দুই দিন আগেই ইংল্যান্ড স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল জেমি ওভারটনকে। কিন্তু স্টোকস খেলতে না পারার সঙ্গে সঙ্গেই জল্পনা বেড়েছিল কে হবেন তাহলে ক্যাপ্টেন? ইংল্যান্ড দল অলি পোপকে অধিনায়ক করে ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করেছে।স্টোকস নন, আরও তিন বোলারকে বাদ দিয়ে ওভালে নামবে ইংল্যান্ড। ফলে, সেই ফায়দা ভারতীয় দল তুলতে পারে কিনা এখন তাই দেখার।
শেষ টেস্টে ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারিব ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গুস এটকিনসন, জেমি ওভারটন, জশ টং।