অকুতোভয় পন্থের লড়াইয়ের জবাবে ইংল্যান্ডের বাজবল ঝড়, স্টোকসের বিরল রেকর্ড

পন্থের পায়ের পাতার আঙুল ভেঙে যাওয়ার খবরে যখন ভারতীয় শিবিরে হাহুতাশ থাকার কথা, তখন সাহসী যোদ্ধার মতোই খোঁড়াতে খোঁড়াতে ব্যাট হাতে নেমে পড়েন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। তিনি না নামলে সাড়ে তিনশোর গণ্ডি পেরোনো হত না টিম ইন্ডিয়ার। মরণবাঁচন ম্যাচে ভারতের প্রথম ইনিংস থামল ৩৫৮ রানে। এরমধ্যে পন্থের অবদান ৫৪। শার্দুল ঠাকুর ৪১ করে ফিরে গেলে হাল ধরতে নামেন অকুতোভয় পন্থ। ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত তাদের শেষ ৬ উইকেট হারিয়েছে ৯৬ রানে।
শুরুতেই জাদেজা (২০) ফিরে গিয়েছিলেন। ওয়াশিংটন সুন্দর ফেরেন ২৭ করে। ভারতকে মাথা তুলতে না দিয়ে রেকর্ডের খাতায় নাম তুলে ফেলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। স্টোকস ৫ উইকেট নিয়েছেন ৭২ রানে। ২০১৭ সালের পর এই প্রথম টেস্টে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন স্টোকস। আর এতে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ের নামও লিখেছেন। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টোকস। ৩ উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার।
৩৫৮ যে খুব বড় পুঁজি নয়, সেটাই আশঙ্কা করছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই আশঙ্কাকে দশগুণ বাড়িয়ে দেন দুই ইংরেজ ওপেনার। ক্রলি-ডাকেটের বাজবল-ঝড় শুরু হয় ম্যাঞ্চেস্টারে। ১১৩ বলে ১৩ চার ও ১ ছয়ে ৮৪ রান করে আউট হয়েছেন ক্রলি। আর ডাকেট আউট হওয়ার আগে করেছেন ১০০ বলে ৯৪ রান (১৩ চার)। দুই পেসার শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজের ওপর দিয়ে রীতিমতো বাজবলের ঝড় বইয়ে দিয়েছেন ক্রলি ও ডাকেট। শার্দুল ৫ ওভারে দিয়েছেন ৩৫ রান, সিরাজ ১০ ওভারে ৫৮। ইংল্যান্ডের উইকেট দুটি নিয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা অংশুল কম্বোজ ও রবীন্দ্র জাদেজা।পোপ (২০) ও রুট (১১) অপরাজিত আছেন। ইংল্যান্ড ২ উইকেটে ২২৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। ইংল্যান্ড পিছিয়ে আছে ১৩৩ রানে। কিন্তু টেস্টের বিচারে অ্যাডভান্টেজে ইংল্যান্ডই।