বিমানের মধ্যেই খিঁচুনি সানার! তারপরেই বারবার মাত্রাতিরিক্ত ওষুধ, কোন বিপদে অভিনেত্রী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: আমেরিকা যাচ্ছিলেন। দু’দুটি ছবির শুটিং চলছে তখন। এমন সময় বেজায় সমস্যায় পড়েন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বিমানযাত্রার সময়তে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। মৃগী আক্রান্ত হয়েছিল তাঁর। তারপরই খিঁচুনি। এর পর কী অবস্থা হয়েছিল নায়িকার?
পরিস্থিতি সামাল দিতে তাঁকে কড়া ডোজের ওষুধ দেওয়া হয়েছিল বলে জানান ফাতিমা। তিনি বলেন, “ওই একটা সময় ছিল। আমার খুব খিঁচুনি উঠত। এক বার আমি আমেরিকা যাচ্ছিলাম। দুবাই হয়ে আমেরিকা যাওয়ার কথা ছিল। দুবাই বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। সেই সময় হঠাৎই খিঁচুনি শুরু হয়ে যায়। তড়িঘড়ি বিমানবন্দরেরই হাসপাতালে ভর্তি করতে হয় আমাকে।” কিন্তু তাতেও কমেনি বিপত্তি।
অভিনেত্রী জানান, পর পর কড়া ডোজের ওষুধ দেওয়া হয়েছিল তাঁকে। যা কারণে পরিস্থিতি আরও জটিল হয়। ফাতিমার শরীরে অন্য রকম প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি।
অবস্থার এমনই অবনতি ঘটেছিল যে তখন শুটিং পর্যন্ত বাতিল করতে হয়েছিল তাঁকে। সেই সময়ে ‘সাম বাহাদুর’ ও ‘ধক ধক’ ছবির শুটিং করছিলেন অভিনেত্রী। ফাতিমা বলেন, “একজন ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন, আমি শুটিং করতে পারব কি না। আমি শুনেই কাঁদতে শুরু করে দিই। সেই সময় বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না আমার।” এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘মেট্রো ইন দিনো’র প্রচার নিয়ে। আগামী মাসে মুক্তি পাবে অনুরাগ বসু পরিচালিত এই ছবি।