ফেডারেশন-পরিচালক মামলা খারিজ! এ বার মামলাকারী পরিচালকদের ভবিষ্যৎ কী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: টলিউডে বিভিন্ন সময়ে অচলাবস্থা, এর যে সমাধান খুঁজতে রাজ্যের হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিচালকেরা, তার সুরাহা মিলল কী? উত্তর ‘না’। খারিজ করে দেওয়া হল ফেডারেশন বনাম ১৩ জন পরিচালকের মামলা। বুধবারই এই মামলা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা।
এ দিন রাজ্য সরকারকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে একাধিক পরিচালক অভিযোগ এনেছিলেন যে তাঁদের কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি করা হচ্ছে। সঠিক সময়ে কলাকুশলীদেরকেও পাচ্ছেন না বলেই অভিযোগ। সেই অভিযোগ নিয়ে বেশ কয়েকজন পরিচালক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে কমিটি গঠন করে দু’পক্ষ যাতে আলোচনা করে মীমাংসার রাস্তায় আসে, তার জন্য একের পর এক নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেখানেও রাজ্যের সদিচ্ছা নেই বলেই এ দি কার্যত ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি। তারপরই তিনি জানিয়ে দেন, তিনি আর এই মামলা শুনবেন না। রাজ্য সরকারের হস্তক্ষেপ না থাকলে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া বৃথা।
এর আগে বহুবার মামলাকারী পরিচালকদের পাশে দাঁড়িয়েছেন বিচারপতি। হাই কোর্টের বিচারপতি একাধিক বার ফেডারেশন সভাপতির উদ্দেশে বার্তা পাঠিয়েছেন, পরিচালকদের স্বাধীনতায় যেন হস্তক্ষেপ না করে সংগঠন। কিন্তু এত কিছুর পরেও সুবিচার অধরা! এখন পরিচালকরা কোন পথে এগোবেন, সেটাই দেখার।
