ইউরোপ আর লাতিনের মাঝে রূপকথার আশায় এশিয়ার একমাত্র ক্লাব

0

স্পোর্টস ডেস্ক: ক্লাব বিশ্বকাপে ইউরোপের দাপট, অন্যদিকে লাতিন আমেরিকার উত্থান। এরমাঝেই এশিয়া মহাদেশের হয়ে টিমটিমে আলো জ্বালিয়ে রেখেছে আল হিলাল। শেষ ষোলোয় যে সবচেয়ে বড় অঘটন ছিল আল হিলালের কাছে ম্যাঞ্চেস্টার সিটির হার। শেষ আটে ইউরোপ থেকে টিকে রইল পাঁচটি দল। রিয়াল ও ডর্টমুন্ড ছাড়া টিকে থাকা অন্য তিন দল হলো পিএসজি, বায়ার্ন মিউনিখ ও চেলসি। ক্লাব বিশ্বকাপের অন্যতম চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাবগুলোর পারফরম্যান্স। টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি ক্লাবের চারটিই উঠে এসেছিল শেষ ষোলোয়। কিন্তু এখান থেকে বিদায় ঘটেছে দুই ক্লাবের। দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হিসেবে টিকে আছে পালমেইরাস ও ফ্লুমিনেন্স। বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গো কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। আর একমাত্র এশিয়ান দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টিকে আছে আল হিলাল।

বরুসিয়া ডর্টমুন্ড ও মন্টেরির মধ্যের ম্যাচ দিয়ে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড। যেখানে মেক্সিকান ক্লাবকে ২-১ গোলে হারিয়ে জার্মানির ডর্টমুন্ড কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। সামনে পড়েছে রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারায় জুভেন্তাসকে। সূচি অনুযায়ী কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও চেলসি, আরেক সেলেকাও দল ফ্লুমিনেন্স ও সৌদি প্রো লিগের জায়ান্ট আল হিলালের। যেখানে হওয়ার কথা ছিল ইউরোপ বনাম ব্রাজিল লড়াই, সেখানে আল হিলালের কারণে সেটা আর বলা যাচ্ছে না।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সিমোনে ইনজাগির শিষ্যদের কাছে নতুন চ্যালেঞ্জ। ব্রাজিলিয়ান ক্লাবটিকে হারিয়ে চমক কী তবে অব্যাহত রাখতে পারবে আল হিলাল? নাকি লাতিন ‘জাদু’র মায়ায় পড়ে হারিয়ে যাবে ওরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামের সবুজ ঘাসে! যদিও আল হিলালের জন্য মাঠটা পরিচিত। এখানেই তো ম্যানসিটিকে হারানোর মত অবিশ্বাস্য কাণ্ডের জন্ম দিয়েছে সিমোনে ইনজাগির শিষ্যরা! আর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে শেষ ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ মোকাবিলা করবে।৮ ও ৯ জুলাই যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। যুক্তরাষ্ট্রের আয়োজনে এই টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ থাকছে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *