কপিল শর্মার ক্যাফেতে চলল গুলি! সলমনের পর এ বার নতুন দুষ্কৃতী গ্যাংয়ের নিশানায় কৌতুকাভিনেতা!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সকাল সকাল ক্যাফে খুলেছেন। পরখ করে নিচ্ছেন সবটাতেই। এমন সময় ক্যাফের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকেই বেরিয়ে আসেন কয়েকজন দুষ্কৃতী। এলোপাথারি গুলি চালাতে থাকেন বাইরে থেকে। মাথায় হাত কপিল শর্মার।
বিনোদন দুনিয়ায় কাজের পাশাপাশি সদ্যই নতুন ব্যবসায় মন দিয়েছেন কপিল। ক্যাফে খুলেছেন নতুন। যদিও এটির সবকিছুই দেখাশোনা করে থাকেন তাঁর স্ত্রী। ক্যাফেটিও ভারতে নয়। বরং সুদূর কানাডায়। নাম ‘ক্যাপস ক্যাফে’। সেখানেই ঘটল এই কাণ্ড। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও বেশ নড়ে বসেছেন অনুরাগীরা।
জানেন এই ঘটনার নেপথ্যে কারা রয়েছেন? হরজিৎ সিং লাড্ডি। খালিস্তানি জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত তিনি। বাব্বর খালসা ইন্টারন্যাশনাল গোষ্ঠী এর একজন সদস্য এবং এনআইএ-এর ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদীদের তালিকায় তাঁর নাম রয়েছে। এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন তিনি নিজেই।
কিন্তু কী কারণে এই আক্রমণ? হরজিৎ সিং লাড্ডি জানান, এর কারণ কপিল নিজেই। সম্প্রতি তাঁর কিছু মন্তব্য মোটেই ভাল চোখে নেয়নি দুষ্কৃতীর দল। তাই কৌতুকাভিনেতাকে সাবধান করতেই এমনটা করেছেন তাঁরা। একেই বিশ্নোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান। এর আগে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালারও হত্যার ঘটনার দায় রয়েছে তাঁদের কাঁধে। এ বার নতুন করে দুষ্কৃতীদের নিশানায় কপিলকে দেখে কপালে চিন্তার খাঁজ পড়েছে অনুরাগীদের।