পাক ক্রিকেটারের কটাক্ষ, ‘একসঙ্গে ঘুরবে, শপিংয়ে যাবে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না’

0

স্পোর্টস ডেস্ক:

ভারত-পাক সম্পর্ক মোটেও ভাল হয়নি। পহেলগাঁও কাণ্ড এরপর অপারেশন সিঁদুর, তিক্ততা ক্রমশ বেড়েছে দু’ দেশের। দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ এমনিতেই বন্ধ, এখন আইসিসি টুর্নামেন্টও হুমকির মুখে। তবে প্রভাব পড়ল লিজেন্ডস ক্রিকেটেও। প্রভাব পড়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগেও। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাননি ভারতের অনেক তারকা ক্রিকেটারই। এঁদের মধ্যে রয়েছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং,  ইরফান পাঠান-সহ আরও অনেকে। তাঁরা খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষই বাতিল করে দিয়েছে ম্যাচটি। প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। 

ম্যাচ বাতিলের পর কটাক্ষ করতে ছাড়েননি পাকিস্তানের প্রাক্তন পেসার আবদুর রউফ খান। তাঁর স্পষ্ট কথা, ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা একসঙ্গে ঘোরাফেরা করেন, খাওয়াদাওয়া করেন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলতে সমস্যা ভারতীয়দের? তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘পাবলিকের সামনে দেখাচ্ছে খেলব না। কিন্তু একসঙ্গে ঘুরবে, শপিং করবে। এটা ঠিক নয়।’ রউফ মূলত তিন তারকা যুবরাজ সিং, হরভজন সিং ও শিখর ধাওয়ানের সমালোচনা করেছেন। রউফ বলেছেন, ‘ওরা একসঙ্গে এখানে ওখানে যায়। গল্প করে, খাওয়াদাওয়া করে, পার্টি করে কিন্তু খেলার সময়েই যত সমস্যা। লোকের সামনে অন্য ছবি তুলে ধরার কারণ কী?’ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চাওয়ার কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেন শিখর ধাওয়ান। কারণ হিসেবে তিনি তুলে ধরেন, দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উত্তেজনার কথা। ধাওয়ানের টুইট, ‘আমার কাছে আমার দেশই সবার আগে। দেশের উপরে কোনও কিছুই হয় না। জয় হিন্দ।’ রউফ সমালোচনা করে বলেন, আমজনতার সামনে তোমরা দেখাতে চাও যে পাকিস্তানের বিরুদ্ধে খেলব না। কিন্তু একসাথে ঘোরাফেরা করো, শপিংয়ে যাও। জনতার সামনে কেন আলাদা আচরণ করো তোমরা।

কেবল পাকিস্তানি নয়, ভারতীয় ক্রিকেটাররাও জানে যে আমরা বিদেশে গেলে একসঙ্গে অনেক কিছু করেছি। কিন্তু তা সত্ত্বেও আমজনতার সামনে এমন কঠোর মানসিকতা প্রকাশ করা-সেটা অহেতুক উত্তেজনা তৈরি করে। এটা ডব্লিউসিএলের দ্বিতীয় সংস্করণ, যেখানে ভারত গত বছর পাকিস্তানের বিপক্ষে ফাইনালে প্রথম লিগ জিতেছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এই বছর পাকিস্তান হকি দল ভারতে আসছে এই খবর শোনার পর এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ভলিবল ম্যাচ দেখার পর, আমরা ডব্লুসিএল এ ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ আয়োজনের কথা ভাবি, যাতে অনুরাগীদের জন্য কিছু ভালো স্মৃতি তৈরি করা যায়। কিন্তু এই প্রচেষ্টায় আমরা হয়তো অনেকের অনুভূতিতে আঘাত করেছি এবং তাদের আবেগকে উস্কে দিয়েছি’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *