ক্যারিবিয়ান টেস্ট সিরিজে ব্রাত্য বাংলার ক্রিকেটাররা! বাদ অভিমন্যু-আকাশ দীপ

0

স্পোর্টস ডেস্ক: কেউ কথা রাখেনি। কেউ কথা রাখে না!
বাংলার অভিমন্যু ঈশ্বরণ ব্রাত্য। ঠিক কী প্রমাণ করলে ভারতীয় দলের জার্সি গায়ে উঠবে তাঁর? কেউ জানে না। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রতিভাবান এই ক্রিকেটারকে দলেই রাখা হল না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের দলে থাকা সত্ত্বেও এই সিরিজে তাঁকে রাখা হয়নি। শুধু তিনি নন, সুযোগ পাননি বাংলার পেসার আকাশ দীপও। ইংল্যান্ড সফরেও অনবদ্য পারফরম্যান্স করেছিলেন আকাশ দীপ। এজবাস্টন টেস্টে দই ইনিংস মিলিয়ে একা দশ উকেট নিয়ে ভারতের জে বড় ভূমিকা নিয়েছিলেন।

মোট ১৩ উইকেট পেয়েছিলেন সিরিজে।ঘরের মাঠে স্পিন অ্যাটাককে শক্তিশালী করতেই নাকি এমন সিদ্ধান্ত! ২ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমন গিল। সহ–অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। চোট সারিয়ে ফিরতে পারেননি ঋষভ পন্থ। চোট থাকায় জায়গা হল না শ্রেয়স আইয়ারেরও। দলে জায়গা হয়নি আর করুণ নায়ারেরও।
কিন্তু কেন ব্রাত্য থাকলেন অভিমন্যু? কী দোষ তাঁর? ইংল্যান্ড সফরে অভিমন্যুকে কোচ গম্ভীর বলেছিলেন, তাঁকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। তা কথা রাখা হল না। উল্টে প্রধান নির্বাচক অজিত আগারকর পরিষ্কার জানিয়ে দিলেন, ‘আমাদের দলে ইতিমধ্যেই কেএল রাহুল আর যশস্বী জয়সওয়াল রয়েছে।

তাই আলাদা করে বাড়তি ওপেনারের দরকার হয়নি। বিদেশ সফরে সাধারণত ১৬-১৭ জন নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে একজন অতিরিক্ত ওপেনার রাখা যায়। কিন্তু এখানে আমরা মাত্র ১৫ জন নিতে পারি। তাই বাড়তি অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে।’
১৫ জনের দলে আছেন: শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা এবং কুলদীপ যাদব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *