ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার হারে গম্ভীর ভবিষ্যৎ বললেন, ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি নই
এক বছরের মধ্যে দ্বিতীয়বার। ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হতে হল ভারতকে। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা। এ বার একেবারে লজ্জার হার। ০-২ তে সিরিজ হারানোর পাশাপাশি গুয়াহাটি টেস্টে ৪০৮ রানের ব্যবধানে পরাজয়। এ তো লজ্জাই। কার দোষ! কোথায় গলদ? এসব কাঁটাছেড়া হবেই, তবে লজ্জাটা লজ্জাই। যারা খেলেছে তারা ভারতীয় দলে খেলার যোগ্যতাই রাখে। তারপরও কেন এমন লজ্জার হার প্রশ্ন উঠেছে। ব্যর্থতার আঙুল উঠেছে সরাসরি কোচ গৌতম গম্ভীরের দিকেও।সেটাই স্বাভাবিক। ১৮ টেস্টে গম্ভীরের অধীনে খেলেছে ভারত, হারের সংখ্যা ১০। সাংবাদিক সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে সরাসরিই তাঁকে জিজ্ঞাসা করা হয়।

গম্ভীরও এই সিদ্ধান্ত নেওয়ার ভার বোর্ডের ওপর ছেড়ে দেন।গম্ভীর বলেন, ‘এটা বিসিসিআই সিদ্ধান্ত নিতে হবে।আমি আগেও এটা বলেছি।ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি নই।আমি একই ব্যক্তি যে ইংল্যান্ডে সাফল্য পেয়েছি, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতেছি।এই দল শিখছে।’ এরপরই তিনি বলেন, ‘দায় সবার, কিন্তু শুরুটা হবে আমাকে দিয়ে।’ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৮৯ রান করলে জবাবে ভারত প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হয়ে যায়। তারপর ২৬০ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে প্রোটিয়ারা। তাতে ভারতের সামনে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়। কার্যত অসম্ভব হলেও দ্বিতীয় ইনিংসেও তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায় পন্থের দল। ১৯৯৯-২০০০ সালের পর প্রথমবার ভারতের মাটিতে হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বে সিরিজ জয় করেছিল প্রোটিয়ারা। সে’বারও হোয়াইটওয়াশ করেছিল। ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ফের সিরিজ হোয়াইটওয়াশ হল ভারত।

এই জয় টেস্ট ক্রিকেটে অবশ্য দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক ব্যবধানে জয়।২০১৮ সালে অস্ট্রেলিয়াকে ৪৯২ রানে হারিয়েছিল তাঁরা।যা রয়েছে তালিকার শীর্ষে।
আর ভারত? টেস্ট ক্রিকেটে রানের হিসাবে এর আগে ভারত সর্বোচ্চ ব্যবধানে হেরেছিল ২০০৪ সালে। নাগপুরে তারা অস্ট্রেলিয়ার কাছে ৩৪২ রানে হেরে যায়। জেসন গিলেস্পি এবং গ্লেন ম্যাকগ্রার বোলিংয়ের সামনে দুই ইনিংসেই (১৮৫ এবং ২০০) গুটিয়ে যায় রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকররা।এর দুই বছর পর করাচিতে পাকিস্তানের কাছে ৩৪১ রানে হারে ভারত।এই দুই হারকেও এ বার ছাপিয়ে গেল গুয়াহাটি টেস্ট। ৪০৮ রানে হার। গত ৩০ বছরে ঘরের মাঠের সিরিজে কোনও ক্রিকেটারের সেঞ্চুরি করতে না পারার লজ্জা। ক্ষতে প্রলেপ কীভাবে দেবেন গম্ভীর?
