সদ্য প্রয়াত স্ত্রীকে জীবনকৃতি সম্মান উৎসর্গ গৌতম ঘোষের, চলচ্চিত্র উৎসবে সেরার সেরা কারা

0

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ বার কোন সিনেমা মন জয় করে নিল? তা নিয়ে আগ্রহ থাকে সিনেপ্রেমীদের।  দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করার স্বীকৃতি স্বরূপ শেষদিনে জীবনকৃতী সম্মানে সম্মানিত করা হল পরিচালক গৌতম ঘোষকে।   তাঁর পরিচালিত ‘দেখা’, ‘পদাতিক’, ‘মনন’, ‘আবার অরণ্যে’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্তর্জলী যাত্রা’–র মতো চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়েও সুখ্যাতি পেয়েছে। কান, ভেনিস, টোকিও এবং বার্লিন চলচ্চিত্র উৎসবেও স্থান পেয়েছে তাঁর একাধিক সিনেমা। এ’বছর ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন তিনি। স্বভাবতই এই পুরস্কার পেয়ে আবেগপ্রবণ গৌতম ঘোষ। তিনি এই পুরস্কার তাঁর সদ্যপ্রয়াত স্ত্রী নীলাঞ্জনা ঘোষকে উৎসর্গ করেন। জানান, তাঁর স্ত্রী পাশে না থাকলে এ যাত্রা সম্ভব ছিল না। আবেগপ্রবণ গৌতম ঘোষ বলেন, ‘ও ছাড়া এ যাত্রা সম্ভব ছিল না’।


এছাড়াও অন্যান্য বিভাগে মোট ১৪টি পুরস্কার দেওয়া হয়েছে৷কম্পিটিশন অন ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্মস বিভাগে সেরা ছবির সম্মান গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পেল ‘বিজয়ী যাপনের পটকথা’। পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের এই ছবিই জিতে নেয় বেঙ্গল ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম বিভাগের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারও। ‘বেঙ্গলি প্যানোরমা’ বিভাগে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয় ‘পড়়শি’।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরা পরিচালক হিসাবে শ্রীলঙ্কার ললিত রাথায়েক হাতে তুলে দেন গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার৷ ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে ‘রিভার স্টোন’ সিনেমার জন্য এই পুরস্কার পান তিনি৷শর্ট ফিল্মে পুরস্কার জিতে নেয় নাইংমা… থ্রু হার আইস। সেরা ভারতীয় ভাষার ছবি কাংবো আলোতি, হীরালাল সেন পুরস্কার সেরা পরিচালক হন প্রদীপ কুরবাহ, হীরালাল সেন পুরস্কার সেরা ফিল্ম হয় ছোরা যাস্তাই (শেপ অফ মোমো)। NETPAC সেরা ছবি হয় ভিক্টোরিয়া, FIPRESCI সেরা আন্তর্জাতিক ছবি হয় টু দ্য ওয়েস্ট ইন জাপটা, স্পেশাল জুরি মেনশন – ভারতীয় তথ্যচিত্রের পুরস্কার পায় জিলিপিবালার বন্ধুরা,  মাই লাস্ট ফেস: কুংবারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed