অহেতুক যৌনতা, অশ্লীল ইঙ্গিত! ‘সফট পর্ন’ প্রচারের দায়ে নিষিদ্ধ হল কোন অ্যাপগুলি?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

কেউ মানুক, না মানুক, ‘অল্ট বালাজি’, ‘উল্লু’- এই অ্যাপগুলির সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। অহেতুক যৌন সুরসুরি দেওয়া কনটেন্ট, হিংসা, অশালীন ইঙ্গিত-এই সবকিছুরই যেন প্রচার হয় এই অ্যাপগুলির মাধ্যমে। মূলত ‘সফট পর্ন কনটেন্ট’-এর জন্যেই প্রচলিত এগুলি। এ বার সেই দায়েই নিষিদ্ধ হল বেশকিছু ওয়েব প্ল্যাটফর্ম এবং অ্যাপ।

ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (এমআইবি) এ দেশের ২৪টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করেছে। ইতিমধ্যেই তাদের নামের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে দফতর থেকে।

‘অল্ট’, ‘উল্লু’ ছাড়াও নিষিদ্ধ হওয়া অ্যাপের তালিকায় উঠে এসেছে একাধিক নাম। বন্ধ হয়েছে ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’-সহ আরও কিছু অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম। এখানে যে কনটেন্টগুলির প্রচার করা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে থাকে না কোনও সামাজিক বার্তা অথবা কোনও অর্থপূর্ণ গল্প। বরং অহেতুক যৌন ইঙ্গিতমূলক কনটেন্টের পরিমাণই বেশি।

২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং ১৯৮৬ সালের অশ্লীল ভাবে নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করার অভিযোগ উঠেছে এই অ্যাপগুলির বিরুদ্ধে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *