এশিয়া কাপে চর্চায় হার্দিক! ঘড়ির দাম চ্যাম্পিয়ন দলের পুরস্কারমূল্যের নাকি ৮ গুণ!
স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের ম্যাচ নয়, চর্চায় হার্দিকের কব্জি। রিস্টের জোরের জন্য নয়, এত দামী ঘড়ি যে নেটিজেনদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই। কেনই বা হবে না! হার্দিক পান্ডিয়ার হাতে যে ঘড়ি তার দাম যে এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলের আট গুণ। গতবারের এশিয়া কাপের তুলনায় এবারের পুরস্কারমূল্য প্রায় দ্বিগুণ করতে চলেছে এসিসি। এবারের চ্যাম্পিয়নরা পাবে ৩ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২.৬ কোটি টাকা। আর হার্দিকের হাতে যে ঘড়ি তার দাম টাকার হিসাবে ২৬ কোটি ৪০ লাখ। ভাবা যায়!
একাধিক ক্রীড়া ও ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ও ওয়েবসাইটে তেমনই দাবি। তিনি যে মডেলটি পরেছেন, তা গোটা পৃথিবীতেই আছে মাত্র ৫০টি। পান্ডিয়ার হাতে দেখা গিয়েছে রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি- আরএম ২৭-০৪। এবারই যে হার্দিকের ঘড়ি নিয়ে প্রথম চর্চা হচ্ছে তা নয়। তিনি আসলে ঘড়িপ্রেমী। এর আগেও ভারতের এই অলরাউন্ডারের হাতে এর আগে দেখা গেছে রিচার্ড মিলের আরেকটি মডেল আরএম ২৭-০২-যার দাম প্রায় ৯ কোটি টাকা। একেবারে লুক বদলেই এশিয়া কাপে দেখা যাচ্ছে হার্দিককে। এশিয়া কাপে তাঁকে দেখা যাবে সোনালি রঙের ‘ব্লন্ড’ চুলে। নতুন টুর্নামেন্ট সামনে রেখে পান্ডিয়ার চুলের নতুন স্টাইলও নতুন নয়। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আইপিএল, টুর্নামেন্ট বদলের সঙ্গে চুলের স্টাইলও তাঁকে বদলে ফেলতে দেখা যায়।
৩১ বছর বয়সী হার্দিক ইতিমধ্যেই ভারতীয় দলের অন্যতম ভরসা। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১৪ ম্যাচ খেলে করেছেন ১,৮১২ রান, স্ট্রাইক রেট ১৪১.৬৭। আরও ১৮৮ রান পেলেই পৌঁছে যাবেন ২ হাজার রানের মাইলফলকে। বল হাতে নিয়েছেন ৯৪ উইকেট। মাত্র ছয় উইকেট পেলেই ঢুকে পড়বেন টি-টোয়েন্টিতে শতক্লাবের এলিট তালিকায়। তার সেরা বোলিং ফিগার ৪/১৬। এখনও পর্যন্ত এশিয়া কাপ টি২০তে হার্দিক মোট ৮৩ রান করেছেন ও ১১ উইকেট নিয়েছেন। আর ১৭ রান করতে পারলেই টি-টোয়েন্টি এশিয়া কাপের ফরম্যাটে প্রথম প্লেয়ার হিসেবে ব্যাট হাতে ১০০ রান ও বল হাতে ১০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়বেন।