উস্কানিমূলক ইঙ্গিত করায় আইসিসির শাস্তি রউফকে, সতর্ক করা হল ফারহানকে

0

স্পোর্টস ডেস্ক: উস্কানিমূলক আচরণ! রেয়াত করল না আইসিসি। এশিয়া কাপ ফাইনালে ভারত-পাক মুখোমুখি হওয়ার আগেই বড় পদক্ষেপ নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিতর্কিত সেলিব্রেশনের জন্য আইসিসি-র কাছে কড়া শাস্তির মুখে পড়তে হল পাকিস্তানের বোলার হ্যারিস রউফকে। ভারত বনাম পাকিস্তান সুপার ফোর ম্যাচে উস্কানিমূলক অঙ্গভঙ্গির জন্য ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তিরষ্কারও করা হয়। কারণ রউফ ভারতীয় ব্যাটারকে আউট করার পর বিমান ভেঙে পড়ার অঙ্গভঙ্গি করেছিলেন, সেইসঙ্গে ৬ সংখ্যা দেখিয়েছিলেন, যা স্পোর্টসম্যান স্পিরিটের বিরুদ্ধে বলে ধরা হয়েছে।

সূত্রের খবর, হ্যারিস রউফকে বিমান ভূপাতিতের অঙ্গভঙ্গি ও ৬–০ ইশারা দেখানো নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি পাল্টা জিজ্ঞাসা করেন—‘আপনারা এতে কী বুঝেছেন?’ ম্যাচের মধ্যে পাকিস্তানের দুই ক্রিকেটারের আচরণকে প্ররোচনামূলক অভিহিত করে আইসিসির কাছে অভিযোগ করে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। রউফ ও ফারহান তা অস্বীকার করায় শুক্রবার শুনানির আয়োজন করা হয়। তবে রউফের পাল্টা প্রশ্নে কোনো উত্তর দেওয়া হয়নি। রউফের পাশাপাশি ফারহানকেও শুনানিতে তাঁর ‘গানশট’ নিয়ে জিজ্ঞাসা করা হয়। সেলিব্রেশনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না জানিয়ে ফারহান বলেন, অতীতে ভারতের এমএস ধোনি এবং বিরাট কোহলিও এ ধরনের সেলিব্রেশন করেছেন। নিজের সেলিব্রেশনের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, একজন পাঠান সম্প্রদায়ের ব্যক্তি হিসেবে এটা তাঁর সাংস্কৃতিক পরিচয়ের অংশ। তাঁর এলাকায় বিয়েসহ অন্যান্য উৎসবে বন্দুক তাক করা সেলিব্রেশন সাধারণ ঘটনা। এরজন্য অবশ্য আলাদা কোনও শাস্তি দেওয়া হয়নি। ফারহানকে তিরষ্কার করে করা হয়েছে সতর্ক।

এদিকে সতর্ক করা হয়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকেও। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠের বাইরের উত্তাপ চরমে পৌঁছেছিল গত ১৪ সেপ্টেম্বর। গ্রুপপর্বে দুদলের মুখোমুখি দেখায় ভারতের ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হ্যান্ডশেক করেননি। ওই ম্যাচে টসের সময়ও সূর্যকুমার সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। পরে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক জয়টা অপারেশন সিঁদুরে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেছিলেন। সূর্যকুমারের ওই মন্তব্য খেলার মধ্যে রাজনীতি টেনে নিয়ে আসা দাবি করে পাকিস্তানও ভারতের কাছে অভিযোগ করে। তাতে সূর্যকুমারকে রাজনৈতিক বার্তা না দিতেই জানায় আইসিসি। এ’ব্যাপারে সতর্ক করা হয় ভারত অধিনায়ককে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *