নয়া বিতর্ক! হ্যারিস রউফের হাতের ইশারায় যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত, দেখালেন ৬-০!

0

স্পোর্টস ডেস্ক: সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ভারতের। পাকিস্তানকে টানা ৬ বার হারানো। এ যেন গা সওয়া ব্যাপার। তবে গা জ্বলতে বাধ্য পা ক্রিকেটারের ৬ দেখানোর স্টাইলে! হাতের ইশারা করে নতুন বিতর্কের জন্ম দিলেন পাক ক্রিকেটার হ্যারিস রউফ। মাঠে তখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন পাকিস্তানি পেসার হ্যারিস রউফ। এ সময় ভারতীয় দর্শকরা ২০২২ টি২০ বিশ্বকাপে হ্যারিসের বলে বিরাট কোহলির আইকনিক ছক্কার কথা মনে করিয়ে ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করতে থাকেন। জবাবে এমন এক কাজ করে বসেন হারিস, ভারতীয়রা রীতিমত রেগে আগুন।

ভারতীয় দর্শকদের দিকে ফিরে যুদ্ধবিমান পড়ে যাওয়ার মতো করে ইশারা করেন এই পাকিস্তানি ক্রিকেটার। হাতের আঙুল দিয়ে আবার দেখান ‘৬-০’। কিসের এই ইঙ্গিত! আসলে ভারত-পাক যুদ্ধের সময় পাকিস্তানিরা দাবি করেছিল, তারা অপারেশন সিঁদুরের সময় ব্যয়বহুল রাফালসহ ভারতের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছিল। এটা পরিষ্কার, হ্যারিস সেই ইঙ্গিতই করেছেন। তিনি হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি বিমান উড়ছে এবং পরে ভেঙে পড়ছে। সেই মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তা ঘিরে দুই দেশের ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

নেটিজেনদের মত, মাঠে না পেরে নিলর্জ্জতার সব গণ্ডি টপকে গেল। প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের সময় ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে রাজি হননি। সাত উইকেটের জয়ের পর, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এই জয় পহেলগাঁও হামলার নিহত এবং ভারতীয় সেনাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। এতেই পাকিস্তান ক্ষুব্ধ হয়। এরওপর হারের জ্বালা। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারতীয় দল। অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটিং দাপটের সৌজন্যে পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেট ৭ বল বাকি থাকতেই করে ফেলে টিম ইন্ডিয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *