‘অপারেশন সিঁদুর’-এর নিন্দা, ‘সনম’ মাওরা হোকেনকে কড়া জবাব হর্ষবর্ধন রানের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর দুঃখ প্রকাশ করলেও ‘অপারেশন সিঁদুর’-এর তীব্র নিন্দা করেছেন পাক তারকারা। তালিকায় রয়েছেন বহু চর্চিত বলিউড ছবি ‘সনম তেরি কসম’-এর নায়িকা মাওরা হোকেনও। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন বলি তারকা হর্ষবর্ধন রানে। এমনকি এই ছবির সিক্যুয়েলেও একইসঙ্গে জুটি বাঁধার কথা ছিল অভিনেতার। তবে তা সবটাই বিশ বাঁও জলে।

সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ হামলাকে কাপুরুষোচিত আক্রমণ বলে নিন্দা করেছেন পাক অভিনেত্রী। তাঁর এই নিন্দাপূর্ণ মন্তব্যের জেরেই বড় সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অভিনেতা। সাফ জানিয়ে দিয়েছেন, সিক্যুয়েলে মাওরা থাকলে তাঁর সঙ্গে কাজ করবেন না বলি হর্ষবর্ধন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেন লেখেন, ‘পাকিস্তানের উপরে ভারতের কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা করি, ধিক্কার জানাই। নিরীহ বেসামরিক নাগরিকরা প্রাণ হারিয়েছেন এতে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। বিবেকের জয় হোক…’। এর প্রেক্ষিতেই অভিনেতা হর্ষবর্ধন রানের জবাব, ‘এই দেশের সমস্ত শিল্পী ও সকল মানুষকে আমি শ্রদ্ধা করি। এমনকী পাকিস্তানের মানুষ, কেনিয়ার মানুষ আবার মঙ্গলের মানুষদেরও আমি শ্রদ্ধা করি। কিন্তু আমার দেশ সম্পর্কে এই ধরনের নিন্দা ও অপমানজনক মন্তব্য একবারের জন্যও মেনে নেওয়া হবে না। ইনস্টাগ্রামে আমার অনুরাগী কমে গেলেও আমার সমস্যা নেই, কিন্তু আমার দেশের গর্বকে পদদলিত করতে কাউকে দেব না। নিজের দেশের পাশে দাঁড়ানো খুব ভাল, কিন্তু অন্য দেশ সম্পর্কে অপমানজনক মন্তব্য, অশ্রদ্ধা প্রদর্শন একেবারেই অসুস্থ মানসিকতার লক্ষণ।’

পাশাপাশি তিনি আরও লেখেন, ‘এর আগে আমার অভিজ্ঞতা খুবই ভাল ছিল সকলের সঙ্গে, কিন্তু আমার দেশকে কেন্দ্র করে যে প্রত্যক্ষ অপমানজনক মন্তব্য করা হয়েছে, তার প্রেক্ষিতে আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই জানাচ্ছি যে ‘সনম তেরি কসম ২’-তে যদি আগের কাস্ট বজায় রাখা হয়, তাহলে আমি অভিনয় করব না।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *