হকিতে অপরাজেয় ভারতের এশিয়া কাপ জয়, নিশ্চিত হল বিশ্বকাপ খেলাও
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এ যেন সোনালি যুগের ঝলক। অপ্রতিরোধ্য হরমনপ্রীতের ভারত। অপরাজিত হয়েই পুরুষদের এশিয়া কাপ হকি ২০২৫ এর চ্যাম্পিয়ন হল ভারত। বিহারের রাজগীরে ফাইনালে ভারত ৪-১ গোলে গতবারের বিজয়ী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চতুর্থবার পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হল ভারত। তাতে বেলজিয়াম-নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হকি বিশ্বকাপেও সরাসরি যোগ্যতাঅর্জন করে ফেলল ভারত। ফাইনালে জোড়া গোল করলেন দিলপ্রীত সিং, বাকি দুটি গোল সুখজিৎ সিং ও অমিত রোহিদাসের। ম্যাচের ২৯ সেকেন্ডেই সুখজিত সিং ভারতকে এগিয়ে দেন।
২৮ মিনিটে ব্যবধান ২-০ করেন দিলপ্রীত সিং। ৪৫ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন দিলপ্রীত। ম্যাচের ৫০ মিনিটের ঠিক পর ভারতের হয়ে চতুর্থ গোল করেন রাজকুমার পাল। এর কিছুক্ষণের মধ্যে কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন সন দাইন। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো হরমনপ্রীত সিং এর নেতৃত্বাধীন ভারতীয় দল। গোটা টুর্নামেন্টে অপরাজিত ভারত। গ্রুপ পর্বে চিন, জাপান, কাজাখস্তানকে হারান হরমনপ্রীতরা। গ্রুপপর্বের প্রথম ম্যাচেই চিনকে ৪-৩ গোলে হারিয়ে যাত্রা শুরু করে। দ্বিতীয় ম্যাচেও জাপানকে ৩-২ গোলে হারায়। এরপর কাজাখস্তানকে ১৫ গোলের মালা পরায় ভারত।

তারপর মালয়েশিয়াকে ৪-১ গোলে হারান হরমনপ্রীতরা। তবে সুপার ফোরে এই দক্ষিণ কোরিয়ার কাছেই ২-২ গোলে আটকে গিয়েছিল। তবে চিনকে ৭-০ গোলে হারিয়েই ফাইনাল নিশ্চিত করে ফেলে ভারত। ২০১৭ সালের পর ৮বছর পর ২০২৫ সালে ফের এশিয়া কাপ ঘরে তুলল ভারত। ২০০৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে প্রথমবার ভারত পাকিস্তানকে ৪-২ গোলে হারিয়ে প্রথম এশিয়া কাপ শিরোপা জিতেছিল। এরপর ২০০৭ সালে চেন্নাইতে অনুষ্ঠিত ফাইনালে কোরিয়াকে ৭-২ গোলে হারিয়ে দ্বিতীয় মহাদেশীয় মুকুট অর্জনের জন্য শিরোপা ধরে রাখে। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত ফাইনালে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ভারত তাদের তৃতীয় এশিয়া কাপ শিরোপা জয় করে।