প্রেম করছেন হানি সিং! কোন লাস্যময়ীর ছবিতে মন গলল র্যাপ গায়কের?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
তাঁকে নিয়ে বিতর্কের অন্ত নেই। গানজীবন হোক বা ব্যক্তিগত জীবন, বহুবারই আলোচনায় জড়িয়েছেন জনপ্রিয় র্যাপ গায়ক হানি সিং। এ বার নতুন করে আলোচনায় তাঁর প্রেমজীবন।
কিছু মাস আগেই এক মডেল তথা নেটপ্রভাবীর সঙ্গে ছড়ায় তাঁর সম্পর্কের গুঞ্জন। জন্মদিনে গায়কের বাহুডোরে এমার ছবি দেখতেই নেটিজেনদের প্রশ্ন, এই মডেলকেই কি মন দিলেন গায়ক? এ বার আরও এক নয়া জল্পনা।

এমা নয়, নেটপাড়া জানাচ্ছে, হানি সিংয়ের নতুন প্রেমিকা হলেন সিরত কাপুর। তিনিও জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল। ২০১৪ সালে তেলুগু ছবি ‘রান রাজা রান’-এর হাত ধরে আত্মপ্রকাশ ঘটে নায়িকা হিসেবে। সম্প্রতি তাঁরই একটি ছবিতে যেন মন গলল হানির। গত শুক্রবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন সিরত। রুপোলি রঙের স্ট্র্যাপলেস পোশাকে বেশ লাস্যময়ী লাগছিল তাঁকে। পিছনে ফিরে পোজ দিয়েছেন তিনি। আর সেই পোস্টের নীচেই একটি যৌন সুরসুরি দেওয়া মন্তব্য করে বসেন হানি। তা দেখে অনেকেরই মতামত, অভিনেত্রী সিরতকেই নাকি ডেট করছেন গায়ক। যদিও কেউ কেউ মনে করেন, পুরো বিষয়টি মজার ছলেই লিখেছেন তিনি। হানি সিংকে উত্তরে সিরত লেখেন, “কী দারুণ উপহার! অনেক ধন্যবাদ ‘ওজি'”

এর আগে শালিনী তলওয়ারের সঙ্গে বিবাহিত ছিলেন হানি সিং। টানা ১১ বছরের সংসার ছিল তাঁদের। তবে ২০২২ সালে দাম্পত্যে ইতি টানেন তাঁরা। তার পরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে ছিলেন হানি। সেই সম্পর্কের বয়সও বেশিদিন নয়।