থেমে গেল হাল্কম্যানিয়া, আচমকাই প্রয়াত রেসলিংয়ের বেতাজ বাদশা হাল্ক হোগান

0

স্পোর্টস ডেস্ক:

ডব্লুডব্লুই-র বেতাজ বাদশা। সুপারস্টার রেসলার।
পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের অন্যতম টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে বিশ্বজুড়ে পরিচিত, তিনি আর নেই।আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে ফ্লোরিডায় নিজের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭১বছর বয়সী হাল্ক। জরুরি ভিত্তিতে ৯১১ নম্বরে ফোন করা হলে এমারজেন্সি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছায়, হাল্ক হোগানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি। হাল্ক হোগান কেবল একজন কুস্তিগীর ছিলেন না, আশির দশকে তিনি তার ভক্তদের কাছে একজন ‘বাস্তব জীবনের সুপারহিরো’ হয়ে উঠেছিলেন। তার শক্তিশালী শরীর, হলুদ-লাল পোশাক ছিল তার বিশেষ পরিচয়।

হাল্ক হোগান তার অদম্য সাহস এবং দক্ষতার কারণে ‘হাল্কম্যানিয়া’ তৈরি করেছিলেন।১৯৮০-এর দশকে রেসলিংয়ের ‘সোনালি যুগে’ হোগান ছিলেন পোস্টারবয়। তাঁর বিখ্যাত সংলাপ ‘সে ইউর প্রেয়ারস অ্যান্ড ইট ইউর ভিটামিনস’ আর বাহুর মাপ নিয়ে দম্ভোক্তি—‘২৪ ইঞ্চি পাইথন’—তাঁকে সাধারণ দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল।হাল্কের ব্যক্তিগত জীবন অবশ্য একেবারে সরলরেখা ধরে এগোয়নি। একাধিক বিতর্ক তাঁকে জীবনের বিভিন্ন সময় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তার মধ্যে অন্যতম হল, এই কিংবদন্তী রেসলারের তৃতীয় বিবাহ। পাত্রী ছিলেন তাঁর যোগা ইনস্ট্রাকটর স্কাই ডেলি।

দুজনের মধ্যে বয়সের ফারাক ছিল ২৫ বছরের।বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগে হাল্ক হোগান নাকি হার্টের একটা বড়সড় অপারেশন করিয়েছিলেন। ইউএস উইকলি-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৭১ বছর বয়সি এই ডব্লু ডব্লু ই হল অফ ফেমার গত জুন মাসেই নাকি হার্টের ওই অপারেশনটা করিয়েছিলেন। শোনা গিয়েছিল, অস্ত্রোপচারের পর থেকে কোমায় রয়েছেন তিনি। কিন্তু হোগানের স্ত্রী সেই খবর গুজব বলে উড়িয়ে দেন। তার পরেই তার মৃত্যুর খবর পাওয়া গেল। হাল্ক হোগান একাধিকবার চ্যাম্পিয়ন ছিলেন। প্রথম আটটি রেসলম্যানিয়াসের মধ্যে সাতটিতে তিনিই ছিলেন প্রধান, এবং অনেক ভক্ত-প্রিয় ইভেন্টের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ১৯৯৬ সালে ডব্লিউডব্লিউই ছেড়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামের নতুন পেশাদার কুস্তি শুরু করেন তিনি।পেশাদার কুস্তির পাশাপাশি হলিউডের ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তখন হোগান নিজের নামের সঙ্গে ‘হলিউড’ কথাটা জুড়ে দেন। অর্থাৎ, তাকে ডাকা হত হলিউড হাল্ক হোগান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *