১২ দলে টেস্ট চ্যাম্পিয়নশিপ! আবার চালু হতে পারে ওয়ান ডে সুপার লিগ! নতুন ভাবনা আইসিসির
টি২০ দাপট বাড়ছে। ততই যেন ফ্যাকাসে হয়ে উঠছে টেস্ট থেকে ওয়ান ডে। আইসিসি হাল ছাড়ছে না। বরং হাল ফেরাতে চায় কুলীন ক্রিকেটে। করতে চায় আরও জনপ্রিয়। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ,বাংলাদেশ, পাকিস্তান – ২০১৯ সাল থেকে শুরু করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এই ৯ দলই খেলছে। এখনও পর্যন্ত ১২ দল টেস্ট মর্যাদা পেলেও দল সংখ্যা বাড়েনি আইসিসির এই অভিজাত সংস্করণের টুর্নামেন্টে। ক্রিকেট বিষয়ক এক বিখ্যাত ওয়েবসাইটের খবর, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৭-২৯) ১২ দল নিয়ে হতে পারে। আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড – যে তিন দল এখনও পর্যন্ত চার টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অংশ নিতে পারেনি, পরেরবার যোগ করা হতে পারে তাদেরও।
গত সপ্তাহে আইসিসির সভায় আলোচনা হয়েছে। টেস্টের মান বজায় রাখতে এই চ্যাম্পিয়নশিপকে দু’টি পর্যায়ে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিয়ে টেস্ট বিশ্বকাপের একটি ডিভিশন এবং বাকি দেশগুলিকে নিয়ে আর একটি ডিভিশন তৈরির প্রস্তাব ছিল। দু’টি ডিভিশনের মধ্যে ‘প্রোমোশন’ এবং ‘রেলিগেশন’ রাখার কথাও হয়। কিন্তু তাতে বিরোধিতা বাড়ে। সায়ও দেয়নি কেউ সেভাবে। ফলে, তা বাতিল হয়ে যায়। দুই স্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিবর্তে ওয়ার্কিং গ্রুপ ১২ দল নিয়ে টুর্নামেন্টের প্রস্তাব দিয়েছে। সেই ওয়েবসাইটকে এক আইসিসির আধিকারিক জানিয়েছেন, ‘প্রত্যেকেরই টেস্ট খেলার নিশ্চয়তা দিচ্ছে এই চক্র। যারা এই সংস্করণে খেলতে আগ্রহী, তাদের জন্য দারুণ সুযোগ এটা। অন্যান্য দলের জন্য সেটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
অন্যদিকে, একদিনের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে ফিরতে চলেছে ওয়ানডে সুপার লিগও। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ১৩ দল নিয়ে ২০২০-এর জুলাই থেকে ২০২৩-এর মে পর্যন্ত ১৩ দলের ওয়ানডে সুপার লিগ হয়েছিল। এই লিগ সম্ভবত চালু করা হতে পারে।নতুন করে ফিরলে কত দলের লিগ হবে, প্রস্তাবে তা উল্লেখ করা হয়নি। তবে সেটা ফিরতে পারবে ২০২৮ সালেই। আইসিসি চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার।
