১৫ ফেব্রুয়ারি টি২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণ, ইডেন গ্রুপ পর্বে পেল না ভারতের ম্যাচ
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে টি২০ বিশ্বকাপের দশম আসর। আগামী বছর টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি হবে মহারণ। তবে হাইব্রিড মডেলে সেই ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোয়। ভারত রয়েছে গ্রুপ এ’তে। সেই গ্রুপে রয়েছে পাকিস্তান ছাড়াও নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র।

৭ ফেব্রুয়ারি প্রথম দিনই ভারতের ম্যাচ। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। তারপর পাকিস্তান। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত।

২০টি দল চার গ্রুপে ভাগে অংশ নিচ্ছে বিশ্বকাপে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইটে উঠবে। সেখানে ৮ দল নিয়ে হবে দুটি গ্রুপ। সুপার এইটের গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। চার দলের লড়াইয়ে বিজয়ী দুই দল ফাইনালে লড়বে ৮ মার্চ। মোট আটটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো খেলা হবে। তারমধ্যে পাঁচটি ভারতে, তিনটি শ্রীলঙ্কায়।
ভারতের ভেন্যুগুলো হচ্ছে– দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম, আহমেদাবাদের নরেন্দ্র মোদী ও মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম। এ ছাড়া শ্রীলঙ্কায় পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা ও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মেগা টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী পাঁচটি গ্রুপ পর্বের ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। এরপর হবে একটা সুপার এইটের ম্যাচ এবং একটি সেমিফাইনাল। সেখানে ভারতের খেলা পাওয়ার সম্ভাবনা থাকছেই। তবে পাকিস্তান শেষ চারে গেলে ইডেন থেকে সরে ম্যাচ কলম্বোয় যেতে পারে।

আসন্ন দশম বিশ্বকাপের জন্য নতুন দায়িত্ব পেয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। যদিও তিনি টি২০ থেকে অবসর নেওয়ায় এই টুর্নামেন্টে খেলছেন না। আইসিসি তাঁকে বিশ্বকাপের ব্র্যান্ড আম্বাসাডর করেছে। রোহিত শর্মা বলছেন, ‘ভারতে আবারও টুর্নামেন্ট ফেরা এবং নতুন ভূমিকায় (অ্যাম্বাসাডর) সহযোগী হতে পারা দারুণ বিষয়’।
দেখে নিন একনজরে গ্রুপ
গ্রুপ ‘এ’
ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’
অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’
বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরশাহি।
দেখে নিন ভারতের সূচি
৭ ফেব্রুয়ারি
বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, মুম্বই (সন্ধে ৭টা)
১২ ফেব্রুয়ারি
বনাম নামিবিয়া, দিল্লি (সন্ধে ৭টা)
১৫ ফেব্রুয়ারি
বনাম পাকিস্তান, কলম্বো (সন্ধে ৭টা)
১৮ ফেব্রুয়ারি
বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ (সন্ধে ৭টা)
ইডেনে বিশ্বকাপের সূচি
৭ ফেব্রুয়ারি
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (দুপুর ৩টে)
৯ ফেব্রুয়ারি
বাংলাদেশ বনাম ইতালি (সকাল ১১টা)
১৪ ফেব্রুয়ারি
ইংল্যান্ড বনাম বাংলাদেশ (দুপুর ৩টে)
১৬ ফেব্রুয়ারি
ইংল্যান্ড বনাম ইতালি( দুপুর ৩টে)
১৯ ফেব্রুয়ারি
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি (সকাল ১১টা)
