জেলেই খুন ইমরান খান, গুজব সমাজমাধ্যমে! কেন পরিবারকে দেখা করতে দিতে বাধা! চুপ পাকিস্তান
ইমরান খান বেঁচে নেই। জেলেই মৃত্যু হয়েছে ইমরানের। আফগানিস্তানের সংবাদমাধ্যম আফগান টাইমস এর এমনই দাবি। সমাজ মাধ্যমে ঝড় উঠে যায়। যদিও এই নিয়ে নীরব আবার পাকিস্তান সংবাদমাধ্যম। ইমরান খান তো শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী নন, কিংবদন্তি ক্রিকেটারও। ইমরান খান কী অবস্থায় রয়েছেন তা জানতে উত্তাল সে দেশ। ইমরানের মৃত্যুর গুজবে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে জমায়েতে বিক্ষোভ শুরু হয়েছে। সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান। গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার তিন বোনকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

ইমরান খানের বোন নরীন খান, আলীমা খান ও উজমা খান অভিযোগ করে বলেছেন, কারাগারে তার সঙ্গে দেখা করার জন্য গেলে পুলিশ নৃশংস মারধর করে। পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে লেখা এক চিঠিতে ইমরান খানের তিন বোন বলেছেন, পুলিশ বিনা উস্কানিতে নৃশংস ও পরিকল্পিত হামলা চালিয়েছে। নরীন খানের দাবি, আমরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। আমরা রাস্তা অবরোধ করিনি, জনসাধারণের চলাচলে বাধা দিইনি। এমনকি বেআইনি কোনও কাজ করি নাই। তারপরও কারাগারের সামনের এলাকায় স্ট্রিটলাইট বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই পাঞ্জাব পুলিশের সদস্যরা আমাদের ওপর নৃশংস ও পরিকল্পিত হামলা চালায়। ৭১ বছর বয়সে আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়। রাস্তার ওপর ফেলে মারধর করে পুলিশ।

কিন্তু ইমরান খানের কী অবস্থা তা নিয়ে কোনও বিবৃতি দেয়নি পাক সরকার। এমনকী তাঁর শারীরিক অবস্থাও জানায়নি। বালোচিস্তান বিদেশমন্ত্রক সমাজমাধ্যমে এক বিবৃতিতে ওই আশঙ্কা প্রকাশ করে লিখেছে, ‘‘যদি সত্যিই এমনটা হয়, তবে তা সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের ধ্বংস নিশ্চিত করবে।’
তবে এ বারই প্রথম নয়, এই বছরের শুরুতে, ২০২৫ সালের মে মাসে, খানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে এবং কারাগারে তার মৃত্যু হয়েছে বলে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। এখন আসল সত্যিটা কি তাই দেখার।
