লর্ডসে শেষদিনে হাতে রয়েছে ৬ উইকেট, ভারতের জিততে দরকার ১৩৫ রান

0




চরম রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্টের শেষ দিন। আশা-আশঙ্কার দোলাচল ম্যাচ ঘিরে। ৯০ ২ ওভার হাতে রয়েছে। ভারতকে জিততে হলে ১৩৫ রান করতে হবে। আর হার বাঁচাতে হলে রাখতে হবে ৬ উইকেট। চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৯২ রানের জবাবে ভারত ৫৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে। এর আগে প্রথম ইনিংসে দু-দলই ৩৮৭ রান করেছিল। ম্যাচের যত সময় বেড়েছে, ততই উত্তেজনা বেড়েছে। প্রথম ইনিংসে বুমরাহ ছিলেন ফাইফার। আর দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে ব্যতিক্রমী পারফরম্যান্স করেন ওয়াশিংটন সুন্দর। তিনি নেন ২২ রানে ৪ উইকেট। বুমরাহ, সিরাজ শিকার করেন ২টি করে উইকেট। আকাশ দীপ ও নীতীশ রেড্ডি নেন ১ উইকেট। সর্বোচ্চ রান করেন জো রুট। করেন ৪০। সবমিলিয়ে ওঠে ১৯২ রান।
সহজ টার্গেটও পেয়েই অবশ্য শেষ ইনিংসে কঠিন চ্যালেঞ্জের সামনেই পড়েছে ভারত। দ্বিতীয় ওভারেই শূন্য হাতে ফিরতে হয় যশস্বী জয়সওয়ালকে। করুন নায়ার এই ইনিংসেও ভরসা দিতে ব্যর্থ। ফেরেন ১৪ রানে। সবচেয়ে বড় ধাক্কা লাগে অধিনায়ক শুভমন গিল মাত্র ৬ রানে ফিরে গেলে। নাইট ওয়াকম্যান হিসেবে নেমেছিলেন আকাশ দীপ। তিনিও দিনের শেষ বলে ফিরে যান।
ক্রিজে দাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া লোকেশ রাহুল। তিনি অপরাজিত ৩৩ রানে। ম্যাচের শেষ দিন ভারতের চাই আরও ১৩৫ রান। পঞ্চম দিনের পিচে ব্যাটিং আরও কঠিন হবে। শুভমনদের সামনে যেমন আশা রয়েছে, তেমন আশঙ্কাও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed