লর্ডসে কার পরিবর্তে বুমরাহ! পন্থের কথায় ফের চর্চায় বিতর্কিত ডিউক বল

0

ঐতিহাসিক লর্ডস মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সিরিজ যেহেতু ১-১ সমতায়, তাই বাড়তি গুরুত্ব এই টেস্ট ঘিরে। এমনকি এই ম্যাচের ফলাফল পুরো সিরিজের গতিপথ নির্ধারণ করতে পারে। প্রথম টেস্টে ইংল্যান্ড ৫ উইকেটে জয় পেলেও, দ্বিতীয় টেস্টে ভারত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩৩৬ রানে ম্যাচ জিতে সমতা ফেরায়। লর্ডসে ভারতের সাম্প্রতিক তিন সফরের মধ্যে দুটি জয় এসেছেস একটি ২০১৪ সালে এমএস ধোনির অধিনায়কত্বে এবং আরেকটি ২০২১-২২ সালে বিরাট কোহলির নেতৃত্বে।

তার আগে ভারত প্রথমবার লর্ডসে জেতে ১৯৮৬ সালের সফরে। ফলে, শুভমনের নেতৃত্বে নতুন ভারতের কাছে নতুন চ্যালেঞ্জই। ইংল্যান্ড দলে ঢুকেছেন জোফ্রা আর্চার। অতিরিক্ত ধকল থেকে বাঁচাতে এজবাস্টনে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। খেলেছিলেন আকাশ দীপ। তারপর যা পারফরম্যান্স করেছেন, তার বসার সম্ভাবনা নেই। লর্ডসের সবুজ উইকেটে জসপ্রীত বুমরাহ ফিরবেন প্রায় নিশ্চিত। কিন্তু কার জায়গায়? ঋষভ পন্থ অবশ্য সাংবাদিক সম্মেলনে সব জায়গাই খোলা রেখেছেন। তিনি বলেন, ‘সব রকম বিকল্প খোলা রাখা হচ্ছে। তিন পেসার এক স্পিনার নাকি তিন পেসার দুই স্পিনার তা নিয়ে এখনও কথাবার্তা চলছে। সকালে সেটা চূড়ান্ত হবে’। তবে মনে করা হচ্ছে, প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে খেলতে পারেন জসপ্রীত বুমরাহ। আবার সবুজ উইকেটে চার পেসারও খেলাতে পারে ভারত।

দল নিয়ে যখন ধন্ধে, তখন অন্য বিতর্ক উস্কে দিলেন ঋষভ পন্থ। কারণ তৃতীয় টেস্টের আগেও চর্চায় ছিল ডিউক বল। ঋষভ পন্থ বলেন,  ‘এই বলের আকার খুব তাড়াতাড়ি বিকৃত হয়ে যায়। আগে কিন্তু কখনও এমন দেখিনি। যে কোনও ক্রিকেটারের কাছে ব্যাপারটা খুবই বিরক্তিকর। কারণ প্রত্যেক বল আলাদাভাবে খেলতে হয়। কখনও না কখনও তো মনে হয় বল বেশি নরম হয়ে যাচ্ছে। আবার বল পরিবর্তন করলে মনে হয়, অন্য রকম হয়ে যাচ্ছে। এটা ক্রিকেটের জন্য মোটেও ভালো নয়।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *