আবার হার! ক্রিকেটের পর সাফ ফুটবলেও পাকিস্তানকে হারিয়ে দিল ভারতের ছোটরা
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে সিনিয়র দল পেরে উঠছে না ভারতের সঙ্গে লড়াইয়ে। এবারের এশিয়া কাপেই সূর্যকুমার যাদবের ভারতের বিরুদ্ধে পরপর দু’বার টি২০তে মুখ পুড়েছে পাকিস্তানের। এবার হারাল ছোটরা। সেটা আবার ফুটবলে। সোমবার কলম্বোয় রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ৩-২ গোলে হারিয়ে দিল পাকিস্তানকে। তাতে গ্রুপ বি’র শীর্ষস্থানে পৌঁছে গেল জুনিয়র ব্লু টাইগার্সরা। ম্যাচের ৩১ মিনিটে ভারতকে এগিয়ে দেয় গাংতে। অধিনায়ক ডেনি সিং বক্সের বাঁ-প্রান্ত থেকে দুর্দান্ত ক্রস বাড়িয়েছিলেন।
তা থেকে গোল করতে কোনও ভুল করেননি ভারতীয় ফরোয়ার্ড ডাল্লালমুওন গাংতে। তবে এরপরই প্রথমার্ধেই পাকিস্তান সমতায় ফেরে। ৪২ মিনিটে পেনাল্টি পায় পাকিস্তান। মহম্মদ আবদুল্লাহের গোলে সমতায় ফেরে পাক দল। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৬৩ মিনিটে গুনলেইবার গোলে ফের ২-১ গোলে এগিয়ে যায় ভারত। সাত মিনিট পর, পাকিস্তান ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতা আনেন। ইয়াসির আবারও ভারতের জন্য কাঁটা হিসেবে প্রমাণিত হন যেন। গোলরক্ষক মানসজ্যোতি বড়ুয়া আটকাতে ব্যর্থ হন। ম্যাচ হয় ২-২। তবে তা অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৭৩ মিনিটে রাহান আহমেদের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ভুটানের বিপক্ষে ভারতের শেষ ম্যাচে জয়সূচক গোল করা রাহান,পাকিস্তানের বিরুদ্ধেও জয় নিশ্চিত করে দেন। এই জয়ের ফলে ভারত তিন ম্যাচে নিখুঁত তিন জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ পর্ব শেষ করল।
ভারত আগের দুটি ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে ৬-০ এবং ভুটানের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে।দ্বিতীয় স্থানে পাকিস্তান। তারা ৬ পয়েন্টে। গ্রুপের অন্য দুই দল ভুটান এবং মালদ্বীপ তিন ম্যাচের একটি ম্যাচেও জেতেনি। ভারত এখন ২৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে।