জোড়া সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়েই দ্বিতীয় দিনের শেষে বেসামাল ক্যারিবিয়ানরা
স্পোর্টস ডেস্ক: ভারতের প্রথম ইনিংসের পাহাড়প্রমাণ রানেই যেন দ্বিতীয় দিনই চাপা পড়তে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনই কি তবে খেলা শেষ? এখন এই কৌতূহলই ক্রিকেটপ্রেমীদের। জোড়া শতরানে ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৫ উইকেটে ৫১৮ রানের মাথায়। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেট হারিয়ে ১৪০। এখনও পিছিয়ে ৩৭৮ রানে।ফলে, রবিবার ম্যাচের তৃতীয় দিন দ্রুত ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস শেষ করে দিতে পারলে ফলো-অন করাতে পারেন ভারতের অধিনায়ক শুভমন গিল।

দ্বিতীয় দিন ২ উইকেটে ৩১৮ রান নিয়ে খেলা শুরু করে ভারত। ১৭৩ রানে অপরাজিত ছিলেন যশস্বী। ডাবল সেঞ্চুরির সুবর্ণ সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই ফিরতে হয় তাঁকে। তা-ও আবার শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাপড়ায় রান আউট হয়ে। ১৭৫ রানে যশস্বী ফিরলেও, সেঞ্চুরি ঠিকই আদায় করে নিয়েছেন শুভমন গিল। ১২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ছিল ২টি ছয় এবং ১৬টি চার। শুভমন এদিন নিজের আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের দশম সেঞ্চুরি করেন। বলা বাহুল্য, ভারতের অধিনায়ক হিসেবে এটি তাঁর কেরিয়ারের পঞ্চম শতরান। প্রথমে নীতীশ কুমার রেড্ডি এবং পরে ধ্রুব জুরেলকে নিয়ে দলের স্কোর পৌঁছে দেন ৫০০-র পারে। নিতিশ কুমার রেড্ডি ৪৩ আর ধ্রুব জুরেল খেলেন ৪৪ রানের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের তরফে ৩ উইকেট নেন জোমেল ওয়ারিকেন, ১ উইকেট পান অধিনায়ক রস্টন চেজ। জবাবে শুরুতেই জন ক্যাম্পবেলকে (১০) হারালেও ত্যাগনারায়ণ চন্দরপল আর অলিক আথানেজে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। একটা সময় ১ উইকেটে ৮৭ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু চন্দরপল ৩৪ করে জাদেজার দ্বিতীয় শিকার হওয়ার পর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।ভারতের হয়ে সবচেয়ে ভালো বোলিং করলেন সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজা। ১৪ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ভারতীয় দলের হয়ে অপর উইকেট নেন কুলদীপ যাদব।