এশিয়া কাপ থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, পন্থকে পাওয়ার আশা প্রায় নেই টিম ইন্ডিয়ার

পন্থকে নিয়ে খারাপ খবর। ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে চোট পেয়েছেন। খেলতে পারেননি শেষ ম্যাচ। এরপর জানা গেল, কবে ফিরবেন তাই অনিশ্চিত। কারণ, বিশ্রামের পরিমাণ আরও বাড়ছে। ২০২৫ এশিয়া কাপে ভারতের এই উইকেটকিপার-ব্যাটার যেমন অনিশ্চিত, তেমনই আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তাঁর খেলার নিশ্চয়তা নেই।
ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন চোটে পড়েন ঋষভ পন্থ। বাঁ পায়ের আঙুল ভেঙে যাওয়ার পর এখন তাঁকে সময় বিশ্রামে থাকতে হচ্ছে। পুরোপুরি সেরে উঠতে তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। জানা গিয়েছিল, পুরোপুরি সেরে উঠতে তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এখন জানা যাচ্ছে, অস্ত্রোপচার না করতে হলেও, পুরোপুরি সেরে উঠতে সেই সময়সীমাই আরও বাড়ছে।মাঠে ফেরার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও সুস্থতার পরীক্ষা দিতে হবে তাঁকে। ২০২৫ এশিয়া কাপ শুরু হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর, আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর থেকে। দুটি সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন পন্থ। প্রসঙ্গত, টি-২০ দলে এখন পন্থ আর অটোমেটিক চয়েস নন। তাই এশিয়া কাপে তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলে যে খুব একটা প্রভাব পড়বে না, সে কথা বলাই বাহুল্য। কিন্তু টেস্টে গুরুত্বপূর্ণ সে। চোটে পড়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি করেছিলেন পন্থ। এমনকি আঙুল ভাঙার পরদিনও তিনি ব্যাট করতে নেমে ৫৪ রানের ইনিংস খেলেন। পুরো সিরিজে তিনি ৭ ইনিংসে করেছেন ৪৭৯ রান। পন্থ একান্তই খেলতে না পারলে, তাঁর জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে ধ্রুব জুরেলকে। পঞ্চম টেস্টে পন্ত চোটে পড়ার পরই দলে জায়গা পান এই তরুণ উইকেটকিপার-ব্যাটার।