ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের আরও পতন! আর্জেন্টিনার রাজত্ব থামিয়ে শীর্ষে স্পেন
স্পোর্টস ডেস্ক: প্রায় আড়াই বছর পর রাজত্ব শেষ হল আর্জেন্টিনার। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০১৪ সালের পর প্রথমবার ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে স্পেন। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। আর মেসির আর্জেন্টিনা এক থেকে চলে এসেছে তিনে। দুঃসংবাদ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও। এক ধাপ অবনতির পর তাদের বর্তমান অবস্থান ষষ্ঠ।
অন্যদিকে, দুঃখের দিন শেষ হল না ভারতের। কাফা নেশনস কাপে ব্রোঞ্জ পদক জয়ের পরও আরও তলানিতেই চলে গেছে ব্লু টাইগার্স।
ফিফার র্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে ছিল ভারত। নতুন ফিফা তালিকায় ভারত চলে গেছে ১৩৪ নম্বরে। খালিদ জামিলের কোচিংয়ে কাফা নেশনসে দুরন্ত লড়াই করেছিল ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২৭ ধাপ ওপরে থাকা তাজিকিস্তানকে ২-১-এ হারিয়ে দেয় ভারত। এমনকি, ৫৪ ধাপ ওপরে থাকা ওমানের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচেও জিতে তিন নম্বর জায়গাটা অর্জন করে ভারত। কিন্তু এই টুর্নামেন্টের প্রভাব পড়েনি ফিফা র্যাঙ্কিংয়ে। তবে খালিদের লক্ষ্য এখন টানা তৃতীয়বারের মতো এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করা। অক্টোবরে বিশ্বের ১৫৯ নম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত দু’টি ম্যাচ খেলবে। প্রথমটি হবে ৯ অক্টোবর সিঙ্গাপুরে ও পরেরটি ১৪ অক্টোবর গোয়ায়।
অন্যদিকে, বিশ্ব র্যাঙ্কিংয়ে ছয় নম্বর থেকে এগিয়ে ব্রাজিলের জায়গা (পঞ্চম) দখল করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এক ধাপ করে এগিয়েছে ক্রোয়েশিয়া ও ইতালি।
এর মধ্য দিয়ে প্রাক্তন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরল। ক্রোয়েশিয়ার অবস্থান নবম। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে রয়েছে যথাক্রমে– স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও ইতালি। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে প্রায় সব দলই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে। লাতিন অঞ্চলের (কনমেবল) বাছাই শেষ হলেও, ইউরোপের অনেক দেশই নতুন করে নেমেছে ২০২৬ বিশ্বকাপে ওঠার মিশনে। অন্যদিকে, ১১ বছর পর লুইস দে লা ফুয়েন্তের দল শীর্ষে ওঠার মতোই খেলছে। টানা ২৭ ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন।