ভারত-ইংল্যান্ড সিরিজে এমন রেকর্ড হয়েছে, যা অতীতে কখনও হয়নি
স্পোর্টস ডেস্ক:
অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজ। ভাবা যায়, সিরিজের পাঁচ ম্যাচের প্রত্যেকটা গড়িয়েছে পাঁচ দিন পর্যন্তই। যে টেস্ট ক্রিকেট আড়াই বা তিন দিন, বড়জোড় চারদিনেই শেষ হতে দেখা অভ্যস্ত হয়ে গিয়েছিল দর্শকদের, তাঁরাই উত্তেজনা উপভোগ করলেন টানা পাঁচদিন ধরে। টেস্টের ইতিহাসে মাত্র চার বার এমন হয়েছে যে, সিরিজের পাঁচটা টেস্টই পাঁচ দিনে গড়িয়েছে। প্রথম হয়েছিল ২০০১ সালে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।
এরপর ২০০৪-০৫ অ্যাশেজ সিরিজে। শেষ বার ২০১৭-১৮ অ্যাশেজ সিরিজে পাঁচ টেস্টই পাঁচ দিনে গড়িয়েছিল। সেই সিরিজ অস্ট্রেলিয়া ৪-০ জিতেছিল। তার সাত বছর পর আবার পাঁচ টেস্টের সিরিজ হলো। ভারত ও ইংল্যান্ড ২-২ ড্র করল। ওভাল টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ উঠে এসেছে ভারত। সরিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। আপাতত পাঁচ টেস্টে ভারতের ২৮ পয়েন্ট। শতাংশের বিচারে পয়েন্ট ৪৬.৬৭। ইংল্যান্ডের ২৬ পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ ৪৩.৩৩। পাঁচ ম্যাচের সিরিজে রান হয়েছে মোট ৭১৮৭। ভেঙেচূড়ে গেছে অনেক রেকর্ড। মাঠের ক্রিকেটের বাইরেও তাক লাগানো ঘটনা ঘটেছে।
কয়েকটি উল্লেখযোগ্য পরিসংখ্যান মনে রাখার মতো-
- ওভাল টেস্টে মাত্র ৬ রানে জয় পেয়েছে ভারত। যা ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে জয়।
- এক সিরিজে মহম্মদ সিরাজ ২৩টি উইকেট নিয়েছেন। যা এবার সর্বোচ্চ। ২০২১-২২ সালে ভারতের শেষ ইংল্যান্ড সফরে ২৩ উইকেট নিয়েছিলেন বুমরাহ।
- সিরিজে ভারতীয় পেসারদের উইকেট শিকার মোট ৭০। সিরিজে ভারতীয় পেসারদের ৫ উইকেট নেওয়ার সংখ্যা ৫।
- ৭১৮৭ রান, সিরিজে দুই দল মিলিয়ে এটাই রান সংখ্যা। টেস্টে পাঁচ ম্যাচের সিরিজে যা সর্বোচ্চ। ভারতের এই সিরিজে মোট রান ৩৮০৯। যা পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ।
- শুভমন গিল ৭৫৪ রান করে ভেঙেছেন গ্রাহাম গুচের রেকর্ড। গিল ছাড়িয়ে যান গাভাসকরকেও, ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেন।