পাকিস্তানেরও নীচে ভারত! গুয়াহাটিতে গম্ভীরদের একাধিক লজ্জার ও প্রোটিয়াদের গর্বের রেকর্ড

0

২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারত। এর আগে এই বছরের শুরুতে বর্ডার-গাভাসকর ট্রফির আগে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ তে হেরেছিল ভারত।সবমিলিয়ে বড় প্রভাব পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মোট ১৮টি ম্যাচ খেলার কথা ভারতের। এর মধ্যে ৯টি টেস্ট খেলা হয়ে গেছে।যাত্রাপথের মাঝখানে দাঁড়িয়ে ভারতের সাফল্যের হার ৪৮.১৫ শতাংশ। যেখানে পাকিস্তান ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে রয়ে গেল চার নম্বরে। ৯ ম্যাচে ৪টি করে জয় ও হারের পাশাপাশি একটি ড্র করেছে ভারত। গুয়াহাটিতে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত নেমে গেল ৫ নম্বরে। গুয়াহাটিতে রানের নিরিখে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় হার। এরসঙ্গে একাধিক লজ্জার রেকর্ডেও নাম লিখিয়েছে ভারত।

একনজরে দেখে নিন সে’সব রেকর্ড-
১) গুয়াহাটি টেস্টে ভারত হেরেছে ৪০৮ রানে। ভারতের টেস্টের ইতিহাসে রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।  ২০০৪ সালে নাগপুরে ভারত ৩৪২ রানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে।
২) এই সিরিজে প্রথমবার দেশের মাটিতে কোনও ইনিংসে ২৫০ করতে পারেনি ভারত।
৩) ৬৬ বছর পর সাত মাসের ব্যবধানে ও ২৫ বছর পর প্রথম বার দুই মরসুম মিলিয়ে পাঁচটি টেস্টে হারল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি হারল।
৪) ৩০ বছর পর  ঘরের মাটিতে টেস্ট সিরিজে সেঞ্চুরি করতে ব্যর্থ হলেন কোনও ভারতীয় ব্যাটার। ১৯৯৫ সালে এমনটা শেষবার ঘটেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

ভারতের লজ্জার পাশাপাশি অবশ্য দক্ষিণ আফ্রিকার বেশ কিছু ভাল রেকর্ডও হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সেগুলো-

১) প্রথম দেশ হিসেবে ভারতীয় দলকে তাঁদের মাটিতে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশের কীর্তি স্থাপন করল দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বেও ভারতের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিল, ২৫ বছর পর সেই স্মৃতি ফেরালেন টেম্বা বাভুমা।
২) গুয়াহাটি টেস্টে ভারতের দুই ইনিংস মিলিয়ে এইডেন মার্করাম ৯টি ক্যাচ নিয়েছেন। টেস্টে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার এটা বিশ্ব রেকর্ড। ২০১৫ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একাই ৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের অজিঙ্কা রাহানে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *