হরমনপ্রীতের হ্যাটট্রিক, এশিয়া কাপ হকিতে চিনকে হারিয়ে অভিযান শুরু ভারতের

0

স্পোর্টস ডেস্ক: ৭ গোলের থ্রিলার ম্যাচ। টানটান উত্তেজনা। তাতেই চিনকে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল ভারত। প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারাল হরমনপ্রীতরা। তাতে হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং। ভারতের হয়ে অন্য একটি গোল করে যুগরাজ সিং। দেশের মাটিতেই এবার বসেছে এশিয়া কাপের আসর। খেলা হচ্ছে রাজগীরের স্টেডিয়ামে।ভারত দুর্দান্ত খেলে জিতলেও, চিন্তা রয়ে গেছে অবশ্য রক্ষণভাগ নিয়ে। কারণ, তিন তিনটি গোল হজম করতে হয়েছে। ম্যাচে ভারতের আক্রমণের পাল্টা স্রোতে ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে। গোল করে যান চিনের ডু শিহাও।

তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি চিনের সুখ। মিনিটের চারেকের মধ্যেই সমতায় ফেরে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন যুগরাজ সিং। এরপরই আসে দ্বিতীয় গোলও।মাত্র দু’মিনিট পর অধিনায়ক হরমনপ্রীত সিং গোল করে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই হরমনপ্রীত আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতের লিড বাড়ান। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। তবে পিআর শ্রীজেশের অভাবটা যেন টের পেতে থাকে ভারত।৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমায় চিন। গোল করেন চেন বেনহাই। এরপর চিনই যেন চেপে ধরে।

সমতাও ফিরিয়ে আনে খেলায়। ৪২ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরায় চিন। গোল করেন গাও জিয়েশেং। ম্যাচের ৪৭তম মিনিটে অধিনায়ক হরমনপ্রীত আবারও নিজের জাদু দেখান। পেনাল্টি কর্নার থেকে নিখুঁত গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। তাতেই ম্যাচের ফয়সালাও হয়ে যায়। রবিবার পুল এ-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে ভারত। এরপর কাজাখস্তানের বিরুদ্ধে খেলতে হবে হরমনপ্রীতদের।উল্লেখ্য, ২০২২ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল ৷ জাপানকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়স্থানে থেমেছিল তাঁরা৷

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *