শেষদিন জিততে ভারতের দরকার ১০ উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান

0

স্পোর্টস ডেস্ক: হেডিংলি শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায়। প্রথম টেস্ট জিততে ভারতের দরকার ১০ উইকেট। ইংল্যান্ডের চাই ৩৫০ রান। ইংল্যান্ডের বাজবল ক্রিকেট বনাম বুমরাহদের স্পেলের লড়াইয়ের প্রহর গুনছেন দর্শকরা। দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়ে ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিয়েছে শুভমনের ভারত। বিনা উইকেটে ২১ রান তুলে চতুর্থ দিন শেষ করে ব্যবধানটা ৩৫০ রানে নামিয়ে এনেছে ইংল্যান্ড।

ভারতের আশার কথা,হেডিংলিতে যদিও ৩৭১ রানের বেশি লক্ষ্য তাড়া করে টেস্ট জয়ের উদাহরণ মাত্র একটাই। ১৯৪৮ সালে ৪০৪ রানের লক্ষ্য ছুঁয়ে ইংল্যান্ডকে হারিয়ে সে সময়ের বিশ্ব রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। আর চিন্তার ব্যাপার, ইংল্যান্ডে ৩০০ রানের বেশি তাড়া করে টেস্ট জয়ের যে ৬টি উদাহরণ আছে তার পাঁচটিই আবার হেডিংলিতে। 

এর আগে ভারতের দ্বিতীয় ইনিংসটা গড়ে উঠেছে লোকেশ রাহুল ও ঋষভ পন্থের সেঞ্চুরিতে। পন্থ- রাহুলের জুটিতে ওঠে ১৯৫ রান। ১৪০ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১১৮ রান করেছেন পন্থ। পন্থ সেঞ্চুরি পাওয়ার আগেই টেস্ট কেরিয়ারের নবম সেঞ্চুরি পেয়ে যান রাহুল। ২০২৩ সালের ডিসেম্বরের পর রাহুল ১৮ চারে ২৪৭ বলে করেন ১৩৭ রান। লিডস টেস্টের দুই ইনিংসে জোড়া শতরান করে একাধিক নজির গড়েন পন্থ। কিন্তু এই দু’‌জন ফিরতেই সেই এক রোগ। ৩৩৩ রানে ৪ উইকেট থেকে ৩৬৪ রানে অলআউট হয় ভারত। অর্থাৎ ভারতের শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৩১ রানে। প্রথম ইনিংসে ৪১ রানে শেষ ৭ উইকেট হারিয়েছিল ভারত। প্রথম ইনিংসে রান না পেলেও এবার ২০ রান করেছেন নায়ার। দিনের শেষে ইংল্যান্ড তুলেছে বিনা উইকেটে ২১। অপরাজিত থাকার পর  জ্যাক ক্রলি ও বেন ডাকেট শুরুতে নামবেন। বাজবল ক্রিকেট তত্ত্বে ড্র ব্যাপারটা মুছে দিয়েছেন স্টোকসরা। শেষদিন কতটা রোমাঞ্চ ছড়ায় সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *