ফিফা র্যাঙ্কিংয়ে ২০তম ইরানের বিরুদ্ধে প্রথমার্ধে লড়াই, দ্বিতীয়ার্ধে ম্যাচ হাতছাড়া ভারতের
স্পোর্টস ডেস্ক: ১০৬ নম্বরে থাকা তাজিকিস্তানকে হারিয়ে শুরু করলেও, কাফা নেশনস কাপে দ্বিতীয় ম্যাচে কঠিনতম প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিল খালিদ জামিলের ভারত। ফিফা ক্রমতালিকায় ২০ নম্বরে থাকা এবং এশিয়ার দ্বিতীয় সেরা দল ইরানকে প্রথমার্ধে ঠেকিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধে ভারত তিনটি গোল হজম করতে হল ব্লু টাইগার্সদের। খেলার ফল ৩-০। ফলে শুরুটা ভাল করলেও চলতি কাফা নেশনস কাপে ধারাবাহিকতা বজায় রাখতে পারল না ভারত। তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে
প্রথমার্ধে ভারতীয়রা দারুণ লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ইরান তিন গোল দিয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে উঠে পড়ে। তাজিকিস্তানের বিরুদ্ধে ২-১-এ জয়ী দলে এদিন দুটি পরিবর্তন আনেন কোচ খালিদ জামিল। জিকসন সিং ও লালিয়ানজুয়ালা ছাঙতের বদলে শুরু করেন দানিশ ফারুখ ও নিখিল প্রভু।
এর ফলে মাঝমাঠে অতিরিক্ত সহায়তা পেয়ে যান সুরেশ সিং ওয়াঙজাম এবং ভারতের রক্ষণভাগ আরও শক্তিশালী হয়ে ওঠে। ছাঙতে মাঠে নামেন ৮৩ মিনিটের মাথায় ও জিকসন নামেন ৫৪তম মিনিটে।
৬০ মিনিটের মাথায় ফরোয়ার্ড আমিরহোসেইন হোসেইনজাদের গোলে এগিয়ে যায় ইরান। পরিবর্তিত খেলোয়াড় আলি আলিপৌর নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন। এর পরেই সংযুক্ত সময়ের ষষ্ঠ মিনিটে ইরানের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি আরেকটি দুর্দান্ত আক্রমণে গোল করে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন। আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ওই দিনই ইরান আয়োজক তাজিকিস্তানের বিপক্ষে নামবে। গ্রুপের সেরা দল ফাইনালে উঠবে এবং দ্বিতীয় স্থানাধিকারী দল তৃতীয় স্থাননির্ধারক ম্যাচে খেলার ছাড়পত্র অর্জন করবে। ফলে শেষ ম্যাচ জিততেই হবে ভারতকে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রইল খালিদ জামিলের দল।