ইংল্যান্ডে সিরিজ শুরুর আগেই ধাক্কা ভারতের, তড়িঘড়ি দেশে ফিরলেন গম্ভীর

0





টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। তড়িঘড়ি দেশে ফিরে এলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। পারিবারিক কারণেই এই ফিরে আসা। জানা গেছে গম্ভীরের মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর, গম্ভীরের মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। মাকে দেখতেই দিল্লি চলে আসেন গম্ভীর। খবরে প্রকাশ, ১১ জুন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সীমা গম্ভীর। এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শুক্রবার থেকে ভারত বনাম ভারতীয় ‘এ’ দলের মধ্যে প্রস্তুতি ম্যাচের আগেই তিনি ইংল্যান্ড ছাড়েন। বৃহস্পতিবার দলের অনুশীলনেও ছিলেন না তিনি। প্রসঙ্গত, ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। নতুন অধিনায়কের নেতৃত্ব টেস্টে নামবে ভারতীয় দল। তার আগে গম্ভীর ফিরতে পারেন কিনা, তাই দেখার। যা খবর, প্রথম টেস্ট শুরুর আগেই তিনি ইংল্যান্ড চলে যাবেন। ভারতীয় শিবির সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে ১৭ জুন দলের সঙ্গে যোগ দেবেন কোচ। টি২০ বিশ্বকাপ এবং একদিনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু টেস্টে দলের পারফরমেন্স ভাল নয় টিম ইন্ডিয়ার। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর সিরিজ হেরে বেশ চাপেই দল। তারপর ইংল্যান্ডে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ছাড়া প্রথমবার নামবে শুভমনের নেতৃত্বে ভারত। ফলে, কড়া চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডে চূড়ান্ত প্রস্তুতি সাড়তে নানা পরিকল্পনা করেছিলেন গম্ভীর। টিম কম্বিনেশনও দেখে নেওয়ার ছিল। ক্লোজড ডোর অনুশীলনেরও সিডিউল রেখেছিলেন। কিন্তু পারিবারিক কারণেই জরুরী ভিত্তিতে সব ফেলে রেখেই দেশে ফিরতে হয়েছে গম্ভীরকে। বিসিসিআই অনুমতিও জানিয়েছে গম্ভীরের ছুটির।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed