বল হাতে সিরাজের ছক্কা, আকাশের বাউন্ডারি! ইংল্যান্ডে ভারতই চালকের আসনে

পতৌদি থেকে ভেঙ্কটরাঘবন, কপিল দেব থেকে আজহারউদ্দিন, ধোনি থেকে কোহলি-কেউই পারেননি। এজবাস্টনে কি শুভমনের ভারত স্বপ্নপূরণ করতে পারবে! তৃতীয় দিনের শেষে এটাই বড় প্রশ্ন। জেমি স্মিথ ও হ্যারি ব্রুকের ঘুরে দাঁড়ানোর লড়াইতেও তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ২৪৪ রানে। সৌজন্যে অবশ্যই শুভমনের দুই প্রাণভোমরা মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। ৬ উইকেট নেন সিরাজ। ৪ উইকেট নেন আকাশদীপ।তাতে বাজবল ক্রিকেট খেলা ইংল্যান্ডের ইনিংস ৪০৭ রানে থেমে যায়। তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ৬৪। ২৮ রানে অপরাজিত রাহুল, ৭ রানে ব্যাট করছেন করুণ নায়ার। যশস্বী ২৮ রানে টাংয়ের বলে এলবিডব্লু হন। তৃতীয় দিন শুরুতেই জোড়া ধাক্কা দেন সিরাজ। রুট আর স্টোকসকে পরপর ফিরিয়ে দেন। সেইসময় মনে হয়েছিল চার শ রান দূরে থাক, এই টেস্টে ফলো অনে পড়তে যাচ্ছে স্টোকসরা। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তুলেছেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। দুজনেই করেছেন সেঞ্চুরি। স্মিথ টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ১৮৪ রানে। ২০৭ বলের ইনিংসে তিনি মেরেছেন ২১টি চার ও ৪টি ছয়। ১৭ চার ও ১ ছয়ে ২৩৪ বলে ১৫৮ রান করে আউট হয়েছেন টেস্ট কেরিয়ারের নবম সেঞ্চুরি পাওয়া ব্রুক। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে মিলে তুলেছেন ৩০৩ রান। তাতেই যেন লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। পার্টনারশিপ ভাঙার কাজটা সারেন আকাশ দীপ। এরপর আবার শুরু হয় সিরাজের রাজ। ২০ রানে শেষ ৪ উইকেট হারায় ইংল্যান্ড। শূন্যতে আউট হয় ইংল্যান্ডের শেষ তিন ব্যাটার। একদিক আঁকড়ে পড়ে থাকেন স্মিথ। সিরাজ ৭০ রানে নিয়েছেন ৬ উইকেট। ইংল্যান্ডের মাটিতে এটাই সিরাজের প্রথম পাঁচ উইকেট। এর আগে ইংল্যান্ডে ছয় বা তার বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় ছিলেন ইশান্ত শর্মা, অমর সিং, ভগবত চন্দ্রশেখর, চেতন শর্মা, ভূবনেশ্বর কুমার, দিলীপ দোশি ও বিষেণ সিং বেদি। এবার যুক্ত হলেন সিরাজ। আকাশ ৪ উইকেট নিয়েছেন ৮৮ রানে। দুই পেসার এজবাস্টনে বুঝতেই দেননি বুমরাহর অভাব।