চাক দে ইন্ডিয়া! চিন-জাপানকে হারানোর পর হকিতে ১৫ গোল দিল কাজাখস্তানকে

0

স্পোর্টস ডেস্ক: হরমনপ্রীতের নেতৃত্বে একেবারে যেন চাক দে ইন্ডিয়া। দুই কঠিন প্রতিপক্ষ চিন ও জাপানকে হারানোর পর রাজগীরে এশিয়া কাপ হকিতে ভারত গ্রুপের শেষ ম্যাচে একেবারে উড়িয়েই দিল কাজাখস্তানকে।


জয় এল ১৫-০ গোলে। এরমধ্যে তিন হ্যাটট্রিক। ৮ গোলদাতা। প্রথম ম্যাচে হরমনপ্রীতের হ্যাটট্রিকের সৌজন্যে চিনকে ৪-৩ গোলে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পায় ভারত। সেই ম্যাচেও গোল করেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং। জোড়া গোল করলেন কাজাখস্তানের বিরুদ্ধেও। তিন ম্যাচেই জিতে গ্রুপ ‘বি’-র শীর্ষে থেকে শেষ চারে পৌঁছে গেল ভারত। ম্যাচে অভিষেক সর্বাধিক চারটি গোল করেছেন। যুগরাজ সিং ও সুখজিৎ সিং দুজনেই হ্যাটট্রিক করেছেন। বাকি গোলগুলি করেছেন রাজিন্দর সিং, অমিত রোহিদাস, সঞ্জয়, দিলপ্রীত সিং ও হরমনপ্রীত সিং। প্রথম কোয়ার্টারেই তিন গোলে লিড নেয় ভারত।

ম্যাচের পঞ্চম ও অষ্টম মিনিটে গোল করেন অভিষেক। ১৫ মিনিটে ব্যবধান বাড়ান সুখজিৎ সিং। দ্বিতীয় কোয়ার্টারেও দাপট জারি থাকে ভারতের। ২০ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন অভিষেক। এর পরে ২৪ থেকে ২৯ মিনিটের মধ্যে তিন গোল তুলে নেয় ভারত। স্কোরশিটে নাম তোলেন যুগরাজ সিং, হরমনপ্রীত সিং ও অমিত রোহিদাস। প্রথমার্ধ শেষ হয় ৭-০ গোলে।

তখনই বোঝা গিয়েছিল ব্যবধান বাড়তে চলেছে। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই নিজের দ্বিতীয় গোলটি করেন যুগরাজ। এরপরে ২ মিনিটের মধ্যে আসে পরের দুই গোল। ব্যবধান বাড়ান রাজিন্দর সিং ও সুখজিৎ। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সুখজিৎ। তখন ভারতের স্কোর ১১-০।দলের ১২তম গোলটি করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন যুগরাজ। স্কোরশিটে নাম তোলেন দিলপ্রীত সিং ও সঞ্জয়। শেষে নিজের চার নম্বর গোলটি করেন অভিষেক। ১৫-০ ফলে শেষ হয় ম্যাচ। সুপার ফোরে ভারতের সঙ্গে জায়গা করে নিয়েছে চিন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। অলিম্পিকে পদক জয়ের পর এশিয়া কাপ জয়েরও স্বপ্ন দেখাচ্ছেন হরমনপ্রীতরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *