লর্ডসের প্রথম ইনিংস টাই, সময় নষ্টের খেলা ইংল্যান্ডের, মাঠে উত্তপ্ত পরিস্থিতি

0

লর্ডসে প্রথম ইনিংস টাই। ইংল্যান্ড ৩৮৭, ভারতও ৩৮৭। অদ্ভুতভাবেই জমল লর্ডসের লড়াই। ইংল্যান্ডের মাটিতে ১০ বছর আগে লিডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচেও টাই হয়েছিল প্রথম ইনিংস। দু’দল প্রথম ইনিংসে তুলেছিল ৩৫০ রান। একটা সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৭৬। সেখান থেকে মাত্র ১১ রানে চার উইকেট খুইয়ে ফায়দা তুলতে ব্যর্থ হল ভারত। প্রথম এমন ঘটনা টেস্ট ক্রিকেট দেখেছিল ১৯১০ সালে।

তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২ রান তুলেছে ইংল্যান্ড। ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে। ৫৩ রান নিয়ে লোকেশ রাহুল আর ১৯ রান নিয়ে ব্যাট করতে নামা ঋষভ পন্থ দেখেশুনে ঠান্ডা মাথাতেই দলকে টেনে নিয়ে যান। কিন্তু স্টোকসের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন পন্থ (৭৪ রান)। চতুর্থ উইকেটে রাহুলের সঙ্গে গড়েছেন ১৪১ রানের জুটি। এরপর কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করার পর আর এগোতে পারেননি কেএল রাহুল।

দ্বিতীয় ভারতীয় হিসেবে ঐতিহাসিক লর্ডসে দু’টি সেঞ্চুরি করলেন। যে রেকর্ড আগে ছিল শুধুমাত্র দিলীপ বেঙ্গসরকরের নামে। এরপর রবীন্দ্র জাদেজার ১৩১ বলে ৭২, নীতীশ কুমারের ৩০ ও ওয়াশিংটন সুন্দরের ২৩ রানের ইনিংসে ইংল্যান্ডকে ছুঁতে পারে ভারত। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ক্রিস ওকস, আর্চার ও স্টোকসের উইকেট দুটি করে। এরপর শুরু হয় অবশ্য অন্য নাটক।  ইংল্যান্ড ব্যাটারা সময় নষ্ট করায় মাত্র এক ওভার বরাদ্দ হয় ইংল্যান্ডের জন্য। শেষ হতে বাকি ছিল মাত্র ৭ মিনিট। সেখানেও চলে সময় নষ্টের খেলা জাক ক্রলি নানা বাহানায় সময় নষ্ট করতে থাকেন।যা দেখার পরে চটে যান ভারতীয় ক্রিকেটাররা।বিশেষকরে শুভমন গিল এগিয়ে যান ক্রলির দিক।ক্রলির সঙ্গে তর্ক জুড়ে দেন গিল ভারতীয় ক্রিকেটাররা ক্রলির সময় নষ্টের জন্য হাততালি দিতে থাকেন। সবমিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *