ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের রানের পাহাড়, আইসিইউ থেকে বাঁচানোর চেষ্টায় শুভমন-রাহুল

0






ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের রানের পাহাড়ে দমবন্ধ অবস্থা হওয়ার উপক্রম, এরপর ব্যাট করতে নেমে শূন্য রানে পরপর ২ উইকেট হারিয়ে আইসিইউতেই যেন মুহূর্তে চলে গিয়েছিল ভারত। খাদ থেকে ভারতকে টেনে তোলার কাজটাই তারপর থেকে করে যাচ্ছেন ভারত অধিনায়ক শুভমন গিল ও কেএল রাহুল। যদিও চতুর্থদিনের শেষে সঙ্কটজনক অবস্থা থেকে ভারতের বেরিয়েছে তা বলার উপায় নেই।
ভারতের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসেই তুলেছে ৬৬৯ রান। জবাবে ভারত ২ উইকেট হারিয়ে ১৭৪। এখনও পিছিয়ে ১৩৭ রানে। শুভমন গিল ১৬৭ বল খেলে ৭৮ ও কেএল রাহুল ২১০ বল খেলে ৮৭ রানে অপরাজিত। তার আগে ক্রিস ওকসের প্রথম ওভারে পরপর দুই বলে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন শূন্য হাতে ফিরে যান। এর আগে ৭ উইকেটে ৫৪৪ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড আরও ১২৫ রান করে অলআউট হয়। ৭৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ২ বছর পর টেস্ট সেঞ্চুরি পেয়ে যান। একই ম্যাচে ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরির যুগল কীর্তি গড়া স্টোকস ১৪১ রান করে ফিরেছেন নবম ব্যাটার হিসেবে। স্টোকসের ইনিংসে সাজানো ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। ১০ নম্বর ব্যাটসম্যান ব্রাইডন কার্সকে (৪৭) নিয়ে দশম উইকেটে ৯৫ রান যোগ করেন স্টোকস। জাদেজা চারটি উইকেট নেন।  বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন। সিরাজ এবং অংশুল কম্বোজের নামের পাশে লেখা একটি করে উইকেট। ম্যাঞ্চেস্টারে ভারতের নির্বিষ বোলিং নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। বিশেষ করে বুমরাহর বোলিংয়ের ধার কমে যাওয়ায় তাঁর টেস্ট কেরিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা। বুমরাহ ১ নম্বর টেস্ট বোলার হওয়ার সত্ত্বেও তিনি ১৩০-১৩৫ কিমির গতিবেগে বোলিং করছেন। যেখানে লর্ডসেও করেছেন ১৪০ এর ওপরে। মহম্মদ কাইফ বলছেন, ‘জসপ্রীত বুমরাহকে দেখে আমার মনে হচ্ছে না যে ও আগামী টেস্ট ম্যাচগুলো খেলবে। আর ও অবসর নিয়ে নিতে পারে। ওর শরীর আর দিচ্ছে না। ওর শরীর হাল ছেড়ে দিয়েছে। স্পিডও কমে যাচ্ছে। এই ম্যাচে তো তেমন গতি দিয়ে বোলিংই করতে পারেনি। এমনিতে ও একদমই স্বার্থপর নয়। তাই ও যখন ১০০ শতাংশ দিতে পারছে না, আমার মনে হয় না যে ও দেশের জন্য জোর করে খেলা চালিয়ে যাবে।’ 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *