ওভালে ইংল্যান্ডকে জিততে ইতিহাস করতে হবে, ভারতের চাই ২ দিনে ৯ উইকেট

ম্যাচ জিততে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে। ভারতকে জিততে হলে তুলে নিতে হবে ৯ উইকেট। হাতে এখনও দু’দিন। যশস্বীর সেঞ্চুরি, আকাশ দীপের বিস্ময় জাগানো ইনিংস, জাদেজার অর্ধশতরানের ইনিংস, ওয়াশিংটন সুন্দরের ঝোড়ো ব্যাটিংয়ে পাল্লা ভারী ভারতের দিকেই। কারণ দ্বিতীয় ইনিংসে ভারত তুলে ফেলেছে ৩৯৬ রানের বিশাল স্কোর। ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়ের রেকর্ড হলো ২৬৩। ইংল্যান্ড এই কীর্তি গড়েছিল ১২৩ বছর আগে, ১৯০২ সালে। সেই রেকর্ড ভাঙতে ইংল্যান্ডকে এখনও করতে হবে ৩২৪ রান। কারণ, ১ উইকেট হারিয়ে ৫০ রান যোগ করেছে ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে। একেবারে শেষ ওভারে সিরাজের ইয়র্কারে ১৪ রানে ফেরেন জ্যাক ক্রলি।
এদিন ব্যাট করতে নেমে অবাক করে দেন আকাশ দীপ। নৈশপ্রহরী ছিলেন দ্বিতীয় দিন। তৃতীয় দিন তিনিই যেন নেতৃত্ব দিলেন। আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়েছেন এই পেসার। তাঁর ৬৬ রানের ইনিংসে ওভাল টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরিই ছিল ভারতের। ২ উইকেটে ৭৫ রান নিয়ে দিন শুরু করা ভারতের রান দাঁড়ায় ৩ উইকেটে ১৮৯। মোট ১২টি চার মেরেছেন আকাশ দীপ। ওপেনার জয়সওয়ালের সঙ্গে ১৫০ বলে ১০৭ রানের জুটি গড়েছেন। এই জুটিতে জয়সওয়ালই ছিলেন সহযোগী চরিত্রে। এরপর শুভমন অবশ্য ব্যর্থই হন। শেষ ইনিংসে ১১ রানের বেশি করতে পারেননি। গিলের ব্যর্থ হওয়া টেস্টে সেঞ্চুরি পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন জয়সওয়াল। আউট হয়েছেন ১১৮ রান করে। সিরিজের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর শেষ ইনিংসেও পেলেন সেঞ্চুরি। করুণ নায়ার ১৭ রানের বেশি করতে পারেননি। রবীন্দ্র জাদেজা এবার ইংল্যান্ড সফরে দুর্দান্ত সফল। এদিন ৫৩ রান করলেন। ঋষভ পন্থের জায়গায় নামা ধ্রুব জুড়েল খেলে যান ৩৪ রানের ইনিংস।তার পরে চলল ওয়াশিংটনের সুন্দর ক্রিকেট। শেষ উইকেটে প্রসিদ্ধ কৃষ্ণাকে সঙ্গে নিয়ে বিধ্বংসী ব্যাটিং করলেন। ৩৯ রান জুড়ে ভারতকে নিয়ে যান ৩৯৬ রানে।ওয়াশিংটন থামেন ব্যক্তিগত ৫৩ রানে। এই ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। শনিবার ওভালে গ্যালারিতে ছিলেন ভারত টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও। সিরাজ-প্রসিদ্ধ-আকা দীপদের দাপটে মধুর সমাপ্তি দেখতে চান তিনিও।