জোড়া সেঞ্চুরি আটকাতেই কি স্টোকসের ড্র’এর প্রস্তাব! ৩ সেঞ্চুরিতে টেস্ট ড্র ভারতের
ম্যাচের তখনও ঘণ্টাখানেক বাকি। ইংল্যান্ডের জয়ের স্বপ্ন ফিকে হয়ে গেছে তা অনেক আগেই। শেষ এক ঘণ্টার খেলা যখন শুরু হবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এগিয়ে গেলেন ভারতীয় দুই ব্যাটসম্যানের দিকে। উদ্দেশ্য ড্র মেনে নিয়ে গোল্ডেন হ্যান্ডশেক! ম্যাচ বাঁচিয়ে ফেলা ভারতের যে মানও রাখতে হবে। এ সুযোগ সবসময় আসে না।
জাদেজা-ওয়াশিংটন সুন্দর ৮৯ ও ৮০ রানে দাঁড়িয়ে। সেঞ্চুরির এত কাছে কেউই স্টোকসের প্রস্তাব মেনে নেননি। প্রায় অন্ধকার নেমে আসা ম্যাঞ্চেস্টারে দুই তারকা সেঞ্চুরি করার পরই হাত মেলালেন। স্টোকস কি তাহলে ম্যাচ জিততে না পেরে দুই ব্যাটারের সেঞ্চুরি আটকানোর এভাবেই শেষ চেষ্টা করেছিলেন! সমাজমাধ্যমে যেন ঝড় উঠেছে।
দুই শূন্যের পর শুভমন-জাদেজা-সুন্দর, তিন ব্যাটারের সেঞ্চুরি, সেইসঙ্গে রাহুলের ৯০ নিশ্চিত হারা ম্যাচও বাঁচিয়ে ফেলল ভারত। জিইয়ে থাকল সিরিজের উত্তেজনাও। চার ম্যাচ শেষে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। ওভালে বাকি শেষ ম্যাচ। ম্যাঞ্চেস্টারে ম্যাচটা যখন শেষ হলো ভারতের স্কোর ৪২৫/৪। ইংল্যান্ডের প্রথম ইনিংসে চেয়ে এগিয়ে গিয়েছিল ১১৪ রানে। পঞ্চম উইকেটে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া জাদেজা ১৮৫ বলে ১০৭ ও সুন্দর ২০৬ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন। ভারত প্রথম ইনিংসে তোলে ৩৫৮ রান।
জবাবে রুট-স্টোকসের সেঞ্চুরিতে ইংল্যান্ড তুলে ফেলে ৬৬৯ রান। শেষ দিনটা ভারত শুরু করে ২ উইকেটে ১৭৪ রান নিয়ে। ৩১১ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংস শুরুতেই শনিবার শূন্য রানেই প্রথম ২ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারার আশঙ্কা বাড়িতে তোলে। তবে অধিনায়ক গিল- অভিজ্ঞ রাহুল আর উইকেট পড়তে দেননি। ভারত যখন তৃতীয় উইকেট হারায় তখন রান ১৮৮। ১০ রানের জন্য সেঞ্চুরির পাননি রাহুল। এরপর শুভমন গিল অবশ্য সেঞ্চুরি হাঁকান। তিনি ফেরেন ১০৩ রানে। এই সিরিজে যা ভারত অধিনায়কের চতুর্থ সেঞ্চুরি। তাতে এক সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে দুই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাসকরের পাশে বসেছেন গিল। তিনি যখন ফেরেন তখনও ভারত পিছিয়ে ছিল ৮৯ রানে। এরপর শুরু হয় ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার অসাধারণ লড়াই। দ্বিতীয় নতুন বল সামাল দিয়ে ধীরে ধীরে দলকে এগিয়ে নেন দুই ব্যাটসম্যান। যা শেষপর্যন্ত জারি ছিল। ভারত থামল চার উইকেট হারিয়ে ৪২৫ রানে। জাদেজা এবং ওয়াশিংটন পার্টনারশিপ গড়লেন ২০৩ রানের।