ট্র্যাজিক হিরো জাদেজা, রোমাঞ্চকর লড়াইয়ে তীরে এসে তরী ডুবল ভারতের

নিশ্চিত হার। তবু আশার আলোটা জ্বালিয়েই রেখেছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি তো তখন স্যার জাদেজা নন, কুম্ভ। একার কাঁধে কুম্ভ রক্ষা করে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু তীরে এসে তরী ডুবল সিরাজ আউট হতেই। স্রোতের বিপরীতে পাল্টা লড়াইয়ে রূপকথার নায়ক হতে চেয়েছিলেন জাদেজা। নায়ক তিনি হয়েছেন বটে, শুধু জয়টা–ই ছিনিয়ে নিতে পারেননি। ২২ রানে হার ভারতের। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ১৩৫ রান করতে হতো ভারতকে। হাতে ছিল ৬ উইকেট। ৪ উইকেটে ৫৮ রান নিয়ে খেলা শুরু করেন রাহুলরা। কিন্তু কোনও ব্যাটারই লর্ডসের শেষ দিনের পিচে নিজেকে মানিয়ে নিতে পারেননি। লর্ডসে পঞ্চম দিনের পিচে জোফ্রা আর্চার, বেন স্টোকসদের আগুনে গোলার সামনে পড়তে হবে অনুমান করাই ছিল। তাই হল।৪ উইকেটে ৫৮ রান নিয়ে খেলতে নেমে প্রথম ঘণ্টায়ই আরও ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। ৯ রানে আর্চারের দুর্দান্ত এক বলে বোল্ড হন ঋষভ পন্থ। ৩৯ করা লোকেশ রাহুলকে এলবিডব্লিউ করেন স্টোকস। পরের ওভারে ওয়াশিংটন সুন্দরকে ০ রানেই ফিরতি ক্যাচ বানান আর্চার। নিতিশ কুমার রেড্ডি করেন ১৩। একে একে পতন। যখন লাঞ্চের বিরতিতে যায় ভারত, তখন স্কোর ৮ উইকেটে ১৩৭। একমাত্র নাছোড় ছিলেন রবীন্দ্র জাদেজা। কাউকেই সঙ্গী হিসেবে পাননি, তাই টেলএন্ডার হিসেবে প্রথমে বুমরাহ, পরে সিরাজকে নিয়ে টুকটুক করে এগোতে থাকেন। নবম উইকেটে জসপ্রীত বুমরাহর সঙ্গে ১৩২ বলে ৩৫ রানের জুটি গড়ে স্টোকসদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন। ৫৪ বলে ৫ রান করা বুমরাহ ফিরলে যেন স্বস্তি ফেরে ইংল্যান্ডের। সমীকরণ দাঁডায় ভারতের দরকার ৪৬ রান, ইংল্যান্ডের ১ উইকেট। সিরাজও অনেকক্ষণ সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু জাদেজা জয়ের বন্দরে পৌঁছনো পর্যন্ত থাকতে পারেননি। দশম উইকেটে সিরাজকে নিয়ে আরও ৮০ বল কাটিয়ে দিয়েছেন। সিরাজ দুর্ভাগ্যক্রমে ৩০ বলে ৪ রান করে আউট হন। অন্যদিকে তখন অসহায়ভাবে ১৮১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসে দাঁড়িয়ে ট্র্যাজিক হিরো জাদেজা। প্রথম ইনিংসে দু’দলই করে ৩৮৭ রান। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৯২ রানে অলআউট হলে, ভারত তুলতে পারে ১৭০ রান। ২০২১ সালে ভারত শেষ বার লর্ডসে জিতেছিল। সে’ম্যাচেও লোকেশ রাহুল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবারও করেছিলেন প্রথম ইনিংসে সেঞ্চুরি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে পারেননি। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগোলো বেন স্টোকসের দল।