অবিশ্বাস্য নাটক! ওভালে রুদ্ধশ্বাস জয় ভারতের, শুভমনদের অসাধারণ কামব্যাকে সিরিজ ড্র
স্পোর্টস ডেস্ক:
শেষ দিনে সিরাজের রাজ!
গাস অ্যাটকিনসনের স্টাম্প উড়িয়ে দিয়েই ভারতকে নাটকীয় জয় এনে দিলেন ভারতীয় পেসার। ওভালে উচ্ছ্বাসে মাতল নিউ ‘টিম ইন্ডিয়া’। গোটা সিরিজেই ছিলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকা। শেষ ম্যাচে ছিলেন না জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থও। একেবারে আনকোরা তরুণদের নিয়েই ব্রিটিশদের বিরুদ্ধে যেন চোখে চোখ রেখে লড়াই। ওভালে ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ৬ রানে অবিশ্বাস্য জয়।২-১ সিরিজ পিছিয়ে থেকে ২-২ ড্র।

বৃষ্টির কারণে ওভাল টেস্টের চতুর্থ দিনে ফল হয়নি। ম্যাচ গড়ায় পঞ্চম দিনে।৩৭৪ রানের লক্ষ্যে ব্যাট করা ইংল্যান্ডের শেষ দিনে দরকার ছিল ৩৫ রান, ভারতের ৪ উইকেট। রোমাঞ্চ উপভোগ করতে ঠাসা ছিল ওভালের শেষ দিনও। দিনের ১০ ওভারে অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডকে ৩৬৭ রানে অলআউট করে দেন মহম্মদ সিরাজ।
শেষদিনে নাটকীয়তা কম ছিল না। ইংল্যান্ডের দরকার ১৭ রান, হাতে মাত্র ১ উইকেট। দলের প্রয়োজনে কাঁধে মারাত্মক চোট নিয়েই মাঠে নেমে পড়লেন ক্রিস ওকস। একটা হাত তাঁর জার্সির ভেতরে গুটোনো। পরের ওভারেই সিরাজের বলে ছ্ক্কা হাঁকান অ্যাটকিনসন।

ওই ওভারের শেষ বলে দৌড়ে এক রান নিয়ে ফের পরের ওভারে আবার স্ট্রাইকে আসেন। প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে প্রথম বলে ২ রান, শেষ বলে সিঙ্গল রান নিয়ে আবার স্ট্রাইক নেন।কিন্তু ব্রিটিশদের আশার আলোটা দুরন্ত ডেলিভারিতে নিভিয়েই দিলেন এরপর মহম্মদ সিরাজ। অফ স্টাম্প উপড়ে ফেলে খানিকটা ছুটে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আইকনিক ‘Siuuu’ সেলিব্রেশনে মাতলেন বোলার মহম্মদ সিরাজ। ভারতের অবিশ্বাস্য এই জয়ের নায়ক সিরাজ। শেষ দিনে তিনটিসহ ইনিংসে তাঁর শিকার ৫ উইকেট। ম্যাচে ৯ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ তিনিই। পার্শ্বনায়ক আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। দুই ইনিংসেই চারটি করে ম্যাচে তাঁর প্রাপ্তি ৮ উইকেট। ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই তারা কোণঠাসা হয়ে পড়ে জেমি স্মিথ আর জেমি ওভারটনকে হারিয়ে। দুটি উইকেটই নেন সিরাজ। মাঝে জশ টঙয়ের উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই টেস্টে ভারত প্রথম ইনিংসে তোলে ২২৪ রান। জবাবে ইংল্যান্ড তোলে ২৪৭। ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ৩৯৬ রান। সেখানে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামল ৩৬৭ রানে।