এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে হারিয়ে সুপার ফোরেও সুপার্ব ভারত
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ হকিতে উজ্জ্বল হয়ে উঠল ফের ভারত। বুধবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র করে ভারত। কিন্তু পরদিনই যেন জ্বলে উঠলেন হরমনপ্রীতরা। মালয়েশিয়াকে দুরমুশ করে ৪-১ গোলে জয় ছিনিয়ে আনল ভারত। মালয়েশিয়ার বিরুদ্ধে গোল করেন মনপ্রীত সিং, সুখজিৎ সিং, শিলানন্দ লাকরা এবং বিবেক। ক্রমতালিকায় খুব বেশি তফাত নেই দু’দলের। ভারত যেখানে ৭ নম্বরে, সেখানে মালয়েশিয়া ১২ নম্বরে। সেই মালয়েশিয়ার বিরুদ্ধে শুরুতে ছন্দপতন ঘটলেও, এরপরই দাপট দেখাতে শুরু করে। এই ম্যাচ বিশেষ ছিল ভারত অধিনায়ক হরমনপ্রীতের কাছে।
কারণ, কেরিয়ারের ২৫০তম ম্যাচ খেলতে নামেন তিনি। তাঁকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। তবে এই ম্যাচে গোল করে মাইলস্টোন রঙিন করতে পারেননি ভারত অধিনায়ক। বরং সতীর্থরাই প্রাণ ঢেলে দিলেন খেলায়।
রাজগীরে খেলার শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম কোয়ার্টারে দু’মিনিটের মধ্যেই শাফিক হাসানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। কার্যত প্রথম কোয়ার্টারে খেলতে পারেনি তেমন ভারত। তবে দ্বিতীয় কোয়ার্টারে একেবারে অন্য ফর্মেই দেখা যায় হরমনপ্রীতদের। ভারতের প্রথম গোল করে সমতায় ফেরান মনপ্রীত। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতীয় খেলোয়াড়ের শট মালয়েশিয়ার গোলরক্ষক বাঁচালেও ফিরতি বলে গোল করেন মনপ্রীত। মাত্র মিনিট দুয়েকের মধ্যে এগিয়েও যায়।
গোল করেন সুখজিত। ২৪ মিনিটে আবারও গোল করে লিড বাড়িয়ে দেন শিলানন্দ লাকড়া। একটা কোয়ার্টারেই তিন গোল করে ভারত পিছিয়ে দেয় মালয়েশিয়াকে। তৃতীয় কোয়ার্টারে ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মনপ্রীতের শট কোনও রকমে বাঁচান গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে গোল করেন বিবেক সাগর প্রসাদ। এরপর আর খেলায় ফিরতে পারেনি মালয়েশিয়া। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতেছিল ভারত। এবার সুপার ফোরেও এল তিন পয়েন্ট। এদিন জয়ের ফলে সুপার ফোরের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেলেন হরমনপ্রীতরা। এরপর খেলতে হবে চিনের বিরুদ্ধে। যাদের গ্রুপপর্বেই হারিয়েছিল ভারত।