৪১ বছরে যা হয়নি! এশিয়া কাপে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

0

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ টুর্নামেন্ট। এক টুর্নামেন্টেই তিন তিনবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। তবে এ বারই প্রথম এই টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।এশিয়া কাপে আগের ৪১ বছরে যা হয়নি, সেটাই হবে এ বার। যদিও ভারত-পাকিস্তান লড়াই এখন আর তেমন জমে না। এ বারের দু’বারের দেখাতেই দু’বারই হেরেছে পাকিস্তান। তবু দুই দলের সমর্থকদের কাছে এখনও এটা বহুল আরাধ্য ম্যাচ। দুবাইয়ে রবিবার ট্রফির লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

অঘোষিত সেমিফাইনালে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুই দলের জন্যই ফাইনালে ওঠার সুযোগ ছিল। প্রথমে বোলিং করে পাকিস্তানকে অল্পতেই আটকে দেয় বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। আর বাংলাদেশকে হারিয়ে এ বারের এশিয়া কাপের ফাইনালের টিকিট পেয়ে যায় সালমান আঘার দল। ১৯৮৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এশিয়া কাপ। ৪১ বছরের ইতিহাসে কখনও এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। তবে এবারের ফাইনালে সেটাই হতে যাচ্ছে।

এশিয়া কাপের বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে ফাইনালে এখনও অবধি মোট ১২বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে পাকিস্তান জয় ছিনিয়ে নিয়েছে আটবার, আর ভারত জিতেছে মাত্র চারবার। সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে বাজিমাত করে পাক দল। এবার তাই টিম ইন্ডিয়ার কাছে সুযোগ নিজেদের রেকর্ড পাল্টে দেওয়ার। কারণ, এবারের এশিয়া কাপে ভারতই অন্যতম ‘ফেভারিট’ দল। ভারত এশিয়া কাপের সফলতম দল। ১১ বার ফাইনালে খেলে ৮টি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে পাকিস্তান ৫ বার ফাইনাল খেলেছে। এর মাঝে ট্রফি জিতেছে ২ বার। তবে ফাইনালে দুই দল কখনো একে অন্যের মুখোমুখি হয়নি। এ বার ট্রফি কোন দল পায় তাই দেখার। সূর্যর কাছে হাতছানি রয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে হারিয়ে ট্রফি জয়ের, সেই লক্ষ্যেই ঝাঁপাতে চাইবে টিম ইন্ডিয়া তা বলার অপেক্ষা রাখে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *