রবিবার বিশ্বকাপে ভারত-পাক! হরমনপ্রীতরা কি হ্যান্ডশেক করবেন? চর্চায় বৃষ্টি থেকে সাপও!

সুর্যকুমার যাদব ভারত-পাক লড়াইয়ে হ্যান্ডশেক করেননি পাক অধিনায়কের সঙ্গে। হরমনপ্রীত কি করবেন? আইসিসি মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে এবার ভারত বনাম পাকিস্তান লড়াই।আগামী রবিবার, শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। কয়েকদিন আগে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কিন্তু কোনওবারই পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি সূর্যকুমাররা। মেয়েদের ক্ষেত্রেও নিয়ম একই থাকবে। মনে করা হচ্ছে, কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধেও হাত মেলাবে না হরমনপ্রীতরা। শোনা গেছে, বিসিসিআইয়ের তরফে থেকে এই বিষয়ে হরমনপ্রীতদের না করে দেওয়া হয়েছিল। যদিও এই নিয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া হ্যাঁ বা না কোনও উত্তরই দেননি।তিনি বলেন, ‘ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোতে ওই ম্যাচ খেলবে এবং ক্রিকেটর সব ধরনের নিয়মাবলী মানা হবে। আমি খালি এটুকু নিশ্চিত করতে পারি যে এমসিসির নিয়মের আওতায় যা যা রয়েছে, সেগুলি করা হবে’।
এশিয়া কাপে তিনবারের দেখায়, তিনবারই সূর্যকুমাররা হারিয়েছেন পাকিস্তানকে। এবার পালা হরমনপ্রীতদের।পরিসংখ্যানে ফেভারিট হরমনপ্রীতরাই। পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। ওয়ানডে’র নিরিখে এখনও পর্যন্ত ১১বার মুখোমুখি হয়েছে দুই দল। আর সেখানে ১১ বারই জিতেছে ওমেন্স ইন ব্লু। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ডি/এল নিয়মে ৫৯ রানে হারায় হরমনপ্রীতের দল। অন্যদিকে পাকিস্তানের শুরুটা হয়েছে বাংলাদেশের কাছে ৭ উইকেটের বড় হারে। ফলে, চাপে থেকেই খেলতে নামবে পাকিস্তান। তবে আকর্ষণীয় এই ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। কারণ শনিবার কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার। বৃষ্টির কারণে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের এই ম্যাচ। তবে এসবের বাইরেও চর্চায় উঠে এসেছে সাপ। ভারতের ক্রিকেটাররা যখন নেটে অনুশীলেন জন্য যাচ্ছিলেন, তখন ড্রেন আর গ্যালারির পাশ দিয়ে এগিয়ে যেতে দেখা যায় ধূসর বাদামি রঙের সাপ। যদিও সাপটিকে দেখে ভয়–আতঙ্কের পরিবর্তে কৌতূহলী হয়ে মজা নিতেই দেখা গেছে ক্রিকেটার, কোচিং স্টাফদের। শ্রীলঙ্কায় এ ধরনের সাপকে বলা হয় ‘গারান্দিয়া’। এগুলো মূলত নিরীহ প্রজাতির ইঁদুরখেকো সাপ, যা মানুষের জন্য ভয়ের নয়।