সেঞ্চুরির হ্যাটট্রিক! কেএল রাহুল, ধ্রুব জুরেলের পর রবীন্দ্র জাদেজার দাপট দেখল আহমেদাবাদ
স্পোর্টস ডেস্ক: কেএল রাহুল, ধ্রুব জুরেল আর সবশেষে রবীন্দ্র জাদেজা। একেবারে সেঞ্চুরির হ্যাটট্রিক ভারতের। তিন সেঞ্চুরির বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ পুরো দিনে নিতে পেরেছে মাত্র ৩ উইকেট। তাতেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই চালকের আসনে টিম ইন্ডিয়া। আহমেদাবাদ টেস্টে প্রথম দিনই সিরাজ-বুমরাহদের তোপে প্রথম ইনিংসে ১৬২ গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেটে ১২১ রান নিয়ে দিন শেষ করে ভারত। দ্বিতীয় দিনে ভারতের রান দাঁড়াল ৫ উইকেট হারিয়ে ৪৪৮। দ্বিতীয় দিন যোগ করেছে ভারত ৩২৭ রান। তাতে ২৮৬ রানের লিড ভারতের। কেএল রাহুল দ্বিতীয় দিন ১০০ রান করে আউট হয়েছেন। অধিনায়ক শুভমন গিল অর্ধশতরানের ইনিংস খেলেন। ধ্রুব জুরেল ফেরেন ১২৫ রান করে। অন্যদিকে রবীন্দ্র জাদেজা দিনের শেষে অপরাজিত ১০৪ রানে। তাঁরসঙ্গে ৯ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। ৫৩ রান নিয়ে নামা কেএল রাহুল সেঞ্চুরি পূর্ণ করেন লাঞ্চের আগেই। ১৯০ বলে তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটি রাহুলের টেস্ট কেরিয়ারের ১১তম সেঞ্চুরি, ঘরের মাঠে মাত্র দ্বিতীয়। ঘরের মাঠে তাঁর আগের সেঞ্চুরিটি ইংল্যান্ডের বিরুদ্ধে ছিল ২০১৬ সালের ডিসেম্বরে চিপকের মাটিতে। ভারতের মাটিতে ৯ বছর পর কেএল রাহুল সেঞ্চুরি পেলেন। অন্যদিকে ভয়ডরহীন ইনিংস খেলেন জুরেল। ১৯০ বলে পৌঁছে যান লাল বলের ক্রিকেটে নিজের প্রথম শতরানে। ইনিংসে ছিল ১২টি চার এবং ২টি ছয়। শেষমেষ ২১০ বলে ১২৫ রান করে আউট হন জুরেল। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১৫টি চার। এরপর সেঞ্চুরি পেলেন রবীন্দ্র জাদেজাও। টেস্টে ষষ্ঠ শতরান করলেন জাদেজা। ১৬৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বভাবসিদ্ধ তলোয়ার সেলিব্রেশন করেন তিনি। লাল বলের ক্রিকেটে ৬টি বা তার বেশি টেস্ট সেঞ্চুরি ও ৩০০টি উইকেট পাওয়া ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠস্থানে এখন জাদেজার নাম। তবে রান পাননি যশস্বী জয়সওয়াল। ৫৪ বলে ৩৬ রানে আউট হন। রান পাননি সাই সুদর্শনও। তিনি ফেরেন মাত্র ৭ রানে। শনিবার কতটা কঠিন চ্যালেঞ্জের সামনে ক্যারিবিয়ানদের ফেলবেন জাদেজারা, তাই এখন দেখার।