এশিয়া কাপে মাত্র ২৭ বলে হেসেখেলেই প্রথম ম্যাচ জয় ভারতের, হল রেকর্ডও

0




এশিয়া কাপ, অন্যতম কঠিন মঞ্চ। সেখানেই হেসেখেলে প্রথম ম্যাচ জিতে শুরু করল ভারত। সংযুক্ত আরব আমিরশাহি মাত্র গুটিয়ে গেল ৫৭ রানে। ভারত সেই রান তুলতে খরচ করল মাত্র ২৭ বল। ৯ উইকেটে ম্যাচ জিতল সূর্যকুমারের ভারত। সংযুক্ত আরব আমিরশাহির ইনিংসের অষ্টম ওভার যখন শেষ হয়, স্কোরবোর্ডে রান ছিল ২ উইকেটে ৪৭। সেখান থেকেই তাসের ঘরের মতোই যেন ভেঙে পড়ে ইউএই। দুবাইয়ে আর ১০ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারায় তারা।  যা ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি২০তে সর্বনিম্ন।  তিন সংস্করণ মিলিয়ে টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস হারার পর ভারতীয় অধিনায়ক টস জেতেন এশিয়া কাপের প্রথম ম্যাচে। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার।  হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারে ১০ আর দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার কাছ থেকে ৬ রান নিয়ে ভালো শুরুই করেছিল আমিরশাহি। তবে সূর্যের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা বোঝা যায় তারপর থেকেই।  আরব আমিরশাহির ব্যাটিংয়ে বড় ভাঙন ধরে নবম ওভারে। কুলদীপ যাদবের এই ওভারেতেই তারা হারায় ৩ উইকেট। এরপর শিবম দুবেও দ্রুত ৩ উইকেট তুলে নিলে মাত্র ১০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ১৩.১ ওভারে  ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরশাহির ইনিংস। কুলদীপ ২.১ ওভারে ৭ রান দিয়ে নেন ৪ উইকেট, শিবম দুবের শিকার ২ ওভারে ৪ রানে ৩ উইকেট। বাকি একটি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। জবাবে রান তাড়া করতে নেমে বিশ্বের একনম্বর টি২০ ব্যাটার অভিষেক শর্মা ইনিংসের প্রথম বলেই হায়দার আলীকে ছক্কা মারেন। পরের বলে হয় চার।  ১৬ বলের ইনিংসে ৩০ রান করে আউট যখন হয়েছেন, তখন জয়ের দোরগোড়ায় ভারত। ধীরেসুস্থেই পরের ওভারেই জয় এনে দেন শুভমন। এটা টি২০তে রান তাড়ায় ভারতের দ্রুততম জয়। আজ ৪.৩ ওভারে জেতার আগে ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে জয় এসেছিল ৬.৩ ওভারে। শেষপর্যন্ত অপরাজিত থেকে যান গিল (২০) ও সূর্য (৭)। চলতি মাসের ১৪ তারিখ এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ। ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। ভারত কতটা প্রস্তুত, তা যেন এই ম্যাচেই জানান দিয়ে দিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *