ফুটবলে বাজিমাত, আবার বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়ন ভারত

0

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে ভারতের কাছে বাংলাদেশ পারেনি। এশিয়া কাপ ফাইনালেও ওঠা হয়নি। এবার ছোটদের ফুটবলে ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের, ভারতের কাছেই। অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হল ভারত। কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-১ গোলে বাংলাদেশকে হারিয়ে খেতাবি লড়াইয়ে জিতল জুনিয়র ব্লু টাইগার্সরা। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। এদিন দাপট নিয়েই খেলা শুরু করে ভারতের জুনিয়ররা।

৪ মিনিটের মধ্যেই দাল্লালমুওন গাংতের গোলে এগিয়ে যায় ভারত। তবে খেলার গতির বিরুদ্ধে গিয়ে ২৫ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। ৩৮ মিনিটে আজলান শাহের গোলের সুবাদে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারতের ছেলেরা। ভারত যখন প্রায় জয় নিশ্চিত নির্ধারিত সময়েই, শেষ বাঁশি বাজাতে রেফারি বারবার হাতের ঘড়ি দেখছিলেন। ঠিক তখনই বাংলাদেশ গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচটি নিয়ে যায় টাইব্রেকারে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+৭) বাংলাদেশকে সমতায় ফেরান ঈশান হাবিব। ফলে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ভারত টানা চার শটেই গোল করে।

বাংলাদেশ তিন শট নিয়ে প্রথম দুটিই মিস করেছে। ইকরামুলের শট পোস্টে লেগেছে, আজম খানের শট রুখে দিয়েছেন ভারতের গোলরক্ষক। ভারতের চতুর্থ শটে গোল করলে বাংলাদেশকে বাকি দুই শট নিতেই হয়নি। ভারতের হয়ে দালামাউন গাঙতে, করুউ মেইতে ও ইন্দ্র মাগার ও শুভম কনিয়া। এ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুইবার ভারতের কাছে হারলো। গত বছর ভুটানে হওয়া ফাইনালে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। এবার হারলো টাইব্রেকারে। মাসখানেক আগেই ভারতীয় মেয়েরাও অনূর্ধ্ব ১৭ মেয়েরাও সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ছেলেরাও এই ট্রফি জিতল। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুধু বাংলাদেশকে হারিয়েছে তাই নয়, ভারতীয় ছোটরা এই টুর্নামেন্টেই হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed