অন্ধকারেও স্বপ্নসফল! দৃষ্টিহীনদের টি২০ ক্রিকেটে বিশ্বজয় ভারতীয় মেয়েদের!
অন্ধকারেই ওরা পথ খুঁজে নেয়। অন্ধকারেই ওদের দু’চোখে স্বপ্ন। ওরাও চ্যাম্পিয়ন। একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন। কিছুদিন আগেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। আমরাও পারি- উসকে দিয়েছিল স্বপ্নটা। সেই স্বপ্নটাই সফল করল এবার ভারতের দৃষ্টিহীন মহিলারা। দৃষ্টিহীনদের মহিলা টি২০ ক্রিকেট বিশ্বকাপে নেপালকে হারিয়ে বিশ্বজয়। টুর্নামেন্টে অপরাজেয় বীরাঙ্গনারা যে আলো ফোটাল ক্রিকেট মঞ্চেও।
ফাইনালে টসে জিতে নেপালকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল ভারত। তবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রানের বেশি তুলতে পারেনি নেপাল। নেপালের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন সারিতা ঘিমিরে। আর বিমলা রায় খেলেন ২৬ রানের ইনিংস। তবে এই দুই ব্যাটার ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ১২.১ ওভারে সেই রান অনায়াসে তুলে নেয় টিম ইন্ডিয়া। এদিন ভারতের ফুলা সারেন ২৭ বলে অপরাজিত ৪৪ রান করেন। এরমধ্যে রয়েছে চারটি ৪। করুণা কে করেন ২৭ বলে ৪২ রান। শেষে বসন্তী হাঁসদা ১৩ রান করে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন। ৩ উইকেট হারিয়ে ১১৭ রান করে শিরোপা জিতে নেয় ভারতের মেয়েরা।
উল্লেখ্য, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে দৃষ্টিহীন মহিলাদের বিশ্বকাপ ১১ নভেম্বর দিল্লিতে শুরু হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের হারিয়েছিলেন ভারতের মেয়েরা। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে নেপাল পৌঁছেছিল ফাইনালে। ভারত এই টুর্নামেন্ট শুরু করেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে। এর পর অস্ট্রেলিয়াকে হারিয়েছেল উইমেন্স ইন ব্লু। তার পরেই নেপাল, আমেরিকা, পাকিস্তানকে গ্রুপ স্টেজে হারিয়েছিল ভারত।
