এত কম প্রথমবার! মাত্র ১০০ টাকা খরচ করলেই মাঠে বসে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ!
স্পোর্টস ডেস্ক: ভাবা যায়, মাত্র ১০০ টাকাতেই মাঠে বসে উপভোগ করা যাবে বিশ্বকাপের ম্যাচ! মেয়েদের বিশ্বকাপে এটাই নাকি সর্বনিম্ন টিকিটের দাম এ বার। তাতে অবিশ্বাস্য রেকর্ডটাও হয়ে গেছে।আইসিসির টুর্নামেন্টে এটাই সবচেয়ে কম দামের টিকিট। এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত ও শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ দিয়ে। অংশ নিচ্ছে মোট আট দল-আয়োজক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। চার দিনের প্রি-সেল উইন্ডোতে বিক্রি শুরু হয়েছে।
তাতেই এই দামে পাওয়া যাচ্ছে টিকিট।৮ তারিখ পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। অর্থাৎ, ততদিন পর্যন্ত ১০০ টাকায় বিশ্বকাপের টিকিট কাটতে পারবে সমর্থকরা। ৯ সেপ্টেম্বর রাত আটটা থেকে শুরু হবে সাধারণ টিকিট বিক্রি। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপে শিশুদের জন্য টিকিটের দাম ছিল ৭ নিউজিল্যান্ড ডলার এবং প্রাপ্তবয়স্কদের জন্য ১৭ নিউজিল্যান্ড ডলার। ভারতীয় মুদ্রায় যা যথাক্রমে প্রায় ৩৫০ টাকা (৪.৪৫ ডলার) ও ৮৫০ টাকা (১০ ডলার)। অর্থাৎ এবারের টিকিটের দাম আগের চেয়ে প্রায় সাড়ে আট গুণ কম। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে মেয়েদের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল।
টুর্নামেন্টের থিম সং, ‘ব্রিং ইট হোম’ গানও গেয়েছেন। এর আগে ২০২৫ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও গান গেয়েছেন তিনি। সুরের জাদুতে ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছিলেন। ১২ বছর পর ভারতের মাটিতে বসছে মহিলা ক্রিকেট বিশ্বকাপের আসর। গুয়াহাটি ছাড়াও ইন্দোর, বিশাখাপত্তনম ও নবি মুম্বইয়ে ম্যাচ হবে। তবে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এবারের মহিলা বিশ্বকাপে আইসিসি উল্লেখযোগ্যভাবে পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে। এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালের শেষ মহিলা ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ এবং ছেলেদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।